28ºc, Haze
Tuesday, 28th March, 2023 10:43 pm
নিজস্ব প্রতিনিধি: তৃণমূল (TMC) ছাড়লেন পাহাড়ের নেতা বিনয় তামাং (Binay Tamang)। বুধবার প্রেস বিবৃতি (Press Release) দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন বিনয়। দার্জিলিঙে (Darjeeling) গণতন্ত্র নেই বলে দাবি করে জোড়াফুল শিবির ছাড়েন তিনি।
উল্লেখ্য এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে একবার তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন বিনয় তামাং। দল ছাড়ার ঠিক ৬৪ দিন পর গত বছর ডিসেম্বর মাসে আবার তিনি তৃণমূল কংগ্রেস যোগদান করেন। গত বছর ডিসেম্বর মাসে তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেছিলেন, ‘৬৪ দিন আগে আমি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করি। কিন্তু পরে মমতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি তৃণমূল কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিই। মমতাকে আমি সর্বভারতীয় নেতা হিসেবে দেখতে চাই। মমতাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমাদের মূল বিরোধী বিজেপি। বার বার তারা আমাদের পৃথক গোর্খাল্যান্ডের ললিপপ দেখিয়েছে। পৃথক গোর্খাল্যান্ডের দরকার নেই। দরকার পাহাড়ের প্রকৃত উন্নয়নের। আর একমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলেই সেই উন্নয়ন সম্ভব।’ এক বছর আগে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও মলয় ঘটকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিনয়।
আরও পড়ুন: দার্জিলিঙ পুরসভার রাশ অনীত থাপার হাতে, আস্থা ভোটে হার হামরো পার্টির
প্রসঙ্গত বুধবার দার্জিলিঙ পুরসভার আস্থা ভোট হয়েছে। সেই ভোটে জয়লাভ করেছে বিজিপিএম ও তৃণমূল জোট। এদিনের আস্থা ভোটে অজয় এডওয়ার্ডের হামরো পার্টির কাউন্সিলররা অংশ গ্রহণ করেননি। উপস্থিত ছিলেন না গোর্খা জনমুক্তি মোর্চার কাউন্সিলররাও। আস্থা ভোটে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ১৪ জন কাউন্সিলর আর তৃণমূলের ২ জন কাউন্সিলর অংশ নেন। ৩২ আসন বিশিষ্ট এই পুরসভায় সংখ্যা গরিষ্ঠ হওয়ায় জয়ী হয়ে যায় বিজিপিএম ও তৃণমূল জোট।