-273ºc,
Friday, 2nd June, 2023 4:18 am
নিজস্ব প্রতিনিধি: গ্রামবাসীরা স্কুলের (SCHOOL) সামনে দিয়ে রাস্তা পেরোচ্ছিলেন। তখনই কেউ দেখতে পেয়েছিলেন স্কুল চত্বরে পড়ে আছে বোমা। এরপরে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য। দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে ৩টি তাজা বোমা পড়ে আছে। নলডাঙা নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। তদন্তে নেমেছে ব্যান্ডেল থানার পুলিশ।
বিদ্যালয়ের মাঠে বোমা (BOMB) পড়ে থাকতে দেখে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। জানা গিয়েছে, বিদ্যালয়ে ঢুকতে হলে যে জায়গা পেরোতে হয়, সেখানেই রাখা ছিল বোমাগুলি। এরপরেই গ্রামবাসীর উদ্যোগে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়ে ঢোকা বন্ধ করা হয়। স্কুল খোলার কিছুক্ষণ আগেই ঘটেছে এই বোমা উদ্ধার হওয়ার ঘটনা। তাজা বোমার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। থানা সূত্রে জানা গিয়েছে, বোমাগুলিকে উদ্ধার করা হয়েছে। তা না হলে যে কোনও সময় ঘটে যেতে পারত বড় ধরণের দুর্ঘটনা।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দেখা হচ্ছে কে বা কারা এই বোমাগুলি বিদ্যালয় চত্বরে রেখেছিল। আরও বোমা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও। দুষ্কৃতীদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। এলাকা জুড়ে চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদ।