24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:08 am
নিজস্ব প্রতিনিধি: পেশায় বাসকর্মী উৎপল পাল। ডাক নাম বাপি। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বাঘাসন গ্রামের বাসিন্দা তিনি। আয় সামান্য। কোনও মতে টানতেন সংসার। একদিন পকেটে ছিল মাত্র ৩০ টাকা কিন্তু সেই তিনিই রাতারাতি হয়ে গেলেন কোটি টাকার মালিক!
আর পাঁচটা দিনের মতোই ছিল গত সোমবার। সামান্য আয়। তাই ছুটি নেওয়ার উপায় নেই। বাড়িতে অসুস্থ মা, স্ত্রী এবং দু’ই সন্তানকে রেখে কাজে বেরিয়েছিলেন উৎপল। কাজের ফাঁকে মালডাঙা বাস স্ট্যান্ডে একটি লটারির কাউন্টার থেকে কিনেছিলেন টিকিট। অভাবের সংসার হলেও মাঝেমাঝেই ভাগ্য বদলের আশায় লটারি (LOTTERY) কাটতেন তিনি। এবারের টিকিট ছিল, ডিয়ার লটারি সংস্থার। তবে রেজাল্ট বেরোতেই অবাক হন তিনি। প্রথম পুরস্কার জিতেছেন তিনি। প্রথমে বিশ্বাস করতে পারেননি। তারপরে বারবার রেজাল্টের প্রথম পুরস্কারের টিকিটের নম্বরের সঙ্গে নিজের টিকিটের নম্বর মিলিয়ে দেখে তিনি নিশ্চিত হন, তিনিই জিতেছেন ওই টাকা। আর টাকার অঙ্কটা ১ কোটি।
আর এরপরেই আত্মহারা ওই বাসকর্মী। তিনি আপাতত স্বপ্ন দেখছেন, একটি বাড়ি তৈরি করার। তিনি বলেন, স্বাধীন ভাবে কোনও ব্যবসা শুরু করতে চাইছেন। বলছেন, ‘হাল ফিরল। মায়ের চিকিৎসা করা যাবে নিশ্চিন্তে’।