32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:35 pm
নিজস্ব প্রতিনিধি: কাঁথি পুরসভার(Contai Municipality) শ্মশান দুর্নীতি মামলায় কড়া পর্যবেক্ষণ রাজ্যের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের(Calcutta High Court)। আর তার জেরে এবার অস্বস্তি ছড়ালো অধিকারী পরিবারে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ছোট ভাই তথা সাংসদ শিশির অধিকারীর(Sishir Adhikari) ছোট ছেলে সৌমেন্দু অধিকারী(Soumendu Adhikari) দীর্ঘদিন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। তাঁর আমলেই কাঁথি কলেজ মাঠ সংলগ্ন শ্মশানের সামনে কয়েকটি স্টল নির্মাণে উদ্যোগী হয়েছিলেন পুর কর্তৃপক্ষ। সৌন্দর্যায়ানের জন্যও কাজ শুরু হয়। অভিযোগ, ওই স্টল নির্মাণে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে। এ নিয়ে সৌমেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় কাঁথি থানায়। সংশ্লিষ্ট মামলায় একাধিক বার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ওই এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিশির-পুত্র। মঙ্গলবার সেই মামলাতেই ধাক্কা খেলেন সৌমেন্দু।
আরও পড়ুন ৪৪ বছর পার, আজও কেউ শাস্তি পায়নি মরিচঝাঁপি গণহত্যাকান্ডে
জানা গিয়েছে এদিন এই মামলার শুনানিতে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে করা এফআইআর খারিজের আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের নির্দেশ, রাজ্য পুলিশ আগের মতোই এই ঘটনায় তদন্ত চালিয়ে যেতে পারবে। তদন্তে সৌমেন্দুকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তদন্তের কোনও পর্যায়ে সৌমেন্দু সহযোগিতা না করলে পুলিশ লিখিত ভাবে তাঁকে শোকজ করতে পারবে। তবে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে অবশ্যই ভিডিয়ো রেকর্ডিং করতে হবে। স্বাভাবিক ভাবেই সৌমেন্দু জিজ্ঞাসাবাদ এড়াবার পাশাপাশি এই ঘটনা ধামাচাপা দেওয়ার যে চেষ্টা করেছিলেন তা ধাক্কা খেল। এবার তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বলেই আইনজীবীরা মনে করছেন। তবে এটাও ঠিক আদালত যেহেতু বলে দিয়েছে তদন্তে সহ্যোগিতা না করলে পুলিশ তাঁকে লিখিত শোকজ ভিন্ন আর কিছু করতে পারবে না, তাই তাঁর এখনই গ্রেফতার হওয়ারও কোনও সম্ভাবনা থাকল না।