এই মুহূর্তে




BJP’র দাপট ঠেকাতে ECL’র বিরুদ্ধে আন্দোলন গাড়ি চালকদের




নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে এখন দেশের প্রায় সব রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাতেই নিজেদের দখলদারি কায়েম করেছে গেরুয়া ব্রিগেড। সেই দখলদারির হাত থেকে রেহাই পায়নি Eastern Coalfields Limited বা ECL-ও। বাংলার বুকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কেন্দ্রীয় সংস্থার ১৪টি Area Office ও ১টি Head Quarter। দীর্ঘ ৩০-৪০ বছর ধরে ECL’র এই সব Area Office ও Head Quarter-এ ৭০০ গাড়ি ভাড়া খেটে আসছে। কিন্তু মোদি জমানায় এবার ঘুরপথে এও সব ছোট গাড়ি চালকদের ভাতে মারার পরিকল্পনা নিয়েছে গেরুয়া ব্রিগেড। তাই চালু করা হয়েছে Portal’র মাধ্যমে গাড়ি ভাড়া দেওয়ার দরপত্রের আহ্বান, যেখানে শিল্পাঞ্চলের এই সব ছোট গাড়ি চালকদের অংশ নেওয়ার কোনও সুযোগই নেই। সেখানে অংশ নিচ্ছে বড় বড় সংস্থা। ফলে, কর্মহীন হতে চলেছেন স্থানীয় গাড়ি ব্যবসায়ী থেকে চালকরা। এর প্রতিবাদেই এবার আন্দোলন শুরু হচ্ছে রাজ্যের ৪টি জেলায় ছড়িয়ে থাকা ECL’র সব Area Office ও Head Quarter-এ।

আরও পড়ুন হাওড়া ব্রিজে একটানা ২৭ রাত ধরে কাজ, লরি যাবে ঘুরপথে

স্থানীয় গাড়ি ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ ৩০-৪০ বছর ধরে ইসিএলের নানা এরিয়া অফিসে তাঁরা নিজেদের গাড়ি ভাড়ায় খাটিয়ে আসছিলেন। কেন্দ্রীয় সংস্থার ১৪টি এরিয়া ও হেডকোয়ার্টার মিলে প্রায় ৭০০ গাড়ি এতদিন ভাড়া খেটে আসছে। হঠাৎ ইসিএল একটি পোর্টালের মাধ্যমে গাড়ি ভাড়া দেওয়ার দরপত্র আহ্বান করেছে। এতে বৃহৎ বৃহৎ সংস্থা সস্তায় গাড়ি দিতে এগিয়ে আসছে। ফলে, কর্মহীন হয়ে পড়তে চলেছেন তাঁরা। শিল্পাঞ্চলের ছোট গাড়ি চালকদের কার্যত ভাতে মারার পরিকল্পনা নিয়েছে ইসিএল। কেন্দ্রীয় সরকারি সংস্থার পদক্ষেপে রাস্তায় বসতে চলেছেন চালক ও তাঁদের পরিবার। তাঁদের এটাও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে যেহেতু বিজেপি(BJP) জিততে পারেনি তাই এখানকার মানুষদের শায়েস্তা করতেই এইসব করা হচ্ছে। তবে এই পরিস্থিতিতে গাড়ি চালকেরাও হাত গুটিয়ে বসে থাকছেন না। তাঁরাও এই ঘটনা ঠেকাতে আন্দোলন শুরু করে দিচ্ছেন। ইতিমধ্যেই ECL’র ১৪টি এরিয়ার গাড়ি চালকদের পৃথক পৃথক সংগঠন এক ছাতার তলায় এসে গত রবিবার জামুড়িয়া থানার কুনুস্তোড়িয়া কোলিয়ারি ক্যান্টিনে একটি বৈঠক করে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন গ্রামবাংলায় ৪ হাজার কোটির উন্নয়ন প্রকল্প মমতা-মোদির

সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে এরিয়াতেই বড় কর্পোরেট সংস্থার গাড়ি ঢোকানোর চেষ্টা হবে সেখানেই তা আটকে দেওয়া হবে। তাঁদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে শিল্পাঞ্চলের একাধিক শ্রমিক সংগঠন। বাংলা(Bengal) ও ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ECL’র এলাকা। ১৪টি এরিয়া অফিস ও তার অধীনে একাধিক এজেন্ট অফিস, কোলিয়ারি অফিস রয়েছে। এছাড়াও রয়েছে হেড কোয়ার্টার। সব অফিসের অফিসাররা মূলত ভাড়া গাড়িতেই চড়েন। যার ব্যয়ভার বহন করে ECL। এতদিন স্থানীয় লোকদের গাড়ি ভাড়ায় নিয়ে কাজ চালাত ECL। বহু লোক জমিও দিয়েছিলেন গাড়ি ভাড়ায় খাটিয়ে বাড়তি মুনাফা করার আশায়। এভাবেই গাড়ি ভাড়ায় দিয়ে সংসার চালান শিল্পাঞ্চলের অনেকেই। এতকাল ধরে চলে আসা সেই সিস্টেমটাকেই তুলে ফেলতে চাইছে মোদি সরকার আর বিজেপি।

আরও পড়ুন Road Side কেনাকাটায় দেশের সেরা পাঁচে Park Street – Camac Street

তাই সম্প্রতি একটি পোর্টালের মাধ্যমে ভাড়ায় গাড়ি নেওয়ার দরপত্র আহ্বান করেছে ECL। সেখানে বহু ধনী কারবারি, কালো কারবারিরা সস্তায় গাড়ি দিয়ে ইসিএলের এন্ট্রি পেতে মুখিয়ে রয়েছে। স্থানীয় চালকদের গাড়িগুলি প্রতিদিন ১৪০০ টাকা থেকে ১৯০০ টাকা পর্যন্ত ভাড়া খাটে। সেই জায়গায় টেন্ডারে অংশ নেওয়া ব্যবসায়ীরা এখন হাজার টাকা মূল্যে গাড়ি ভাড়া দিতে টেন্ডারে অংশ নিচ্ছেন। সাধারণ ব্যবসায়ীদের পক্ষে EMI মিটিয়ে গাড়ির চালকের বেতন দিয়ে ১০০০ টাকায় গাড়ি ভাড়া দেওয়া সম্ভব নয় বলেই ব্যবসায়ীদের দাবি।  তাই তাঁরা বাধ্য হয়েছেন আন্দোলনে নামতে। বিজেপির ঘনিষ্ঠ ঠিকাদারদের সুবিধা পাইয়ে দিতে স্থানীয় গাড়ি চালক ও ব্যবসায়ীদের বলির পাঁঠা করার এই পদক্ষেপ মুখ বুজে তাঁরা মেনে নেবেন না। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুজরাত পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে আটক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, পরে মুক্ত

২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

ঝালদার মসজিদ থেকে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান

জঙ্গি যোগে আটক কৃষ্ণনগরের যুবক, ভয় দেখাতে গিয়ে নিজেই পুলিশের জালে, তদন্তে NIA

দিঘায় মন্দির উদ্বোধন, যান চলাচল নিয়ন্ত্রণে কী ব্যবস্থা প্রশাসনের

ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন, এলাকায় চাঞ্চল্য

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর