এই মুহূর্তে




ভয়াবহ! দ্বারকেশ্বরের জলে আটকে গাড়ি, বাইরে এসে প্রাণরক্ষা চালক-যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, মীনাপুর : সেতু দিয়ে পার হচ্ছিল গাড়ি। কিন্তু মাঝ রাস্তাতেই বিপত্তি। বাঁকুড়ার মীনাপুর কজওয়ে দিয়ে যাওয়ার পথে জলের স্রোতে সেতুর মাঝেই আটকে যায় গাড়িটি। কোনও রকমে গাড়ি থেকে নেমে প্রাণরক্ষা চালক ও যাত্রীদের। ঘটনাটি ঘটেছে দ্বারকেশ্বর নদের বাঁকুড়ার মীনাপুরে।

নিম্নচাপের জেরে দ্বারকেশ্বরের জল অনেকটাই বেড়েছে। যারজেরে কজওয়ের ওপর দিয়ে জল বইতে শুরু করেছে। সেখানেই বিপদ। ওই কজওয়ের এপর দিয়ে যাওয়ার পথেই মাঝ রাস্তাতেই আটকে যায় গাড়ি। অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়ার সময় জলের মধ্যেই আটকে যায় গাড়িটি। নিয়ন্ত্রণও হারিয়ে ফেলে চালক। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে গাড়ি থেকে নেমে পড়েন চালক ও যাত্রীরা। জলের স্রোতের তোড়ে গাড়িটি সেতুর পিলারে আটকে যায়। আগাম বুঝতে পেরে গাড়ি থেকে নেমে যাওয়ায় প্রাণ বেঁচে গেল গাড়ির চালক ও যাত্রীদের।

রবিবার সকালে গাড়িটিকে দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর যায় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এরপরেই বাঁকুড়া সদর থানার পুলিশ ওই গাড়ির মালিকের খোঁজ শুরু করে। বিপজ্জনক অবস্থায় কেন সেতুটিকে খুলে রাখা হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দ্বারকেশ্বর নদের ওপরে ওই সেতু প্রায় জলে ডুবে গিয়েছে। সেখানে যান চলাচল করলে বিপদ হতে পারে। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

স্থানীয়রা জানায়, যাওয়ার অন্য কোনও রাস্তা নেই। তাই বাধ্য হয়ে এই রাস্তা দিয়েই যেতে হয়। চরম সমস্যার মধ্যে পড়তে হয়। ঝুঁকি থাকলেও সেটার মধ্যে দিয়েই চলাচল করতে হয়। রাস্তা ঠিক করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদনো করেছেন তাঁরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

সামনেই বার্ষিক পরীক্ষা, স্কুলের সব শিক্ষকই ব্যস্ত SIR-র কাজে, চিন্তায় অভিভাবকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ