24ºc, Haze
Wednesday, 1st February, 2023 12:42 am
নিজস্ব প্রতিনিধি: জমি দখলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ পূর্ব বর্ধমানের ভাতারের (Bhatar) মোহনপুর গ্রামে। শুক্রবার এই সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ব্যপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় কম করে ৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাতারের মোহনপুর গ্রামে ১০ থেকে ১৫ বিঘা জমির দখলদারি নিয়ে ঝামেলার সূত্রপাত। ওই জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ রয়েছে দুই গোষ্ঠীর মধ্যে। শুক্রবার সেই জমির দখলদারি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এমনকি সংঘর্ষের জেরে দুপক্ষের মধ্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলি চালানোর পাশাপাশি ব্যাপক বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদেরকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এলাকায় পরিস্থিতি আয়ত্তে আনতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। এই ঘটনায় উভয় পক্ষের কয়েকজনকে আটক করেছে পুলিশ।
এই গোষ্ঠী সংঘর্ষে আহত এক ব্যক্তির অভিযোগ, মোহনপুর গ্রামে ওই জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে নয়ন সামন্ত, হালিম এবং রাজকুমার নামে কয়েকজন ব্যক্তি। কিন্তু সেই জমির নথি রয়েছে রাণু সেন নামে এক মহিলার নামে। এদিন রানু সেনের তরফে লোকজন জমিটি দখল করতে গেলে নয়ন-হালিম গোষ্ঠীর সঙ্গে রাণু সেন গোষ্ঠীর সংঘর্ষ বাধে। কয়েকজনকে আটক করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।