28ºc, Haze
Monday, 27th March, 2023 10:28 am
নিজস্ব প্রতিনিধি: নাম না করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati) উপাচার্য (VC) বিদ্যুৎ চক্রবর্তীকে (Bidyut Chakraborty) কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার শান্তিনিকেতনে (Shanti Niketan) দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন ‘কারোর কারোর মস্তিষ্কে হৃদয়টা নেই’।
মঙ্গলবার মালদার গাজোলে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বোলপুরের রাঙাবিতানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পড়ুয়াদের কী অভিযোগ রয়েছে, এদিন তাদের কাছ থেকে তা শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের তরফে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়। সেই বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কারোর কারোর মস্তিষ্কে হৃদয়টা নেই।’ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নম্বর কমিয়ে দেওয়া হচ্ছে, অধ্যাপকদের টার্মিনেট করে দেওয়া হচ্ছে বলে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কেন্দ্রের বিজেপি সরকারের হয়ে কাজ করছেন বলে ছাত্রছাত্রীরা আগেই অভিযোগ করেছিলেন। পড়ুয়াদের উপর একাধিক অন্যায্য নির্দেশ চাপিয়ে দিয়েছেন তিনি ক্ষমতাবলে। বারবার উপাচার্যকে ঘিরে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়েছে বিশ্বভারতী। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীকে গৈরিকীকরণ করছে বলেও অভিযোগ করেছেন পড়ুয়ারা। এদিন সেই একই সুর শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর গলাতেও। মঙ্গলবার তিনি বলেন, ‘যদি কেউ মনে করে, স্টুডেন্টদের, অধ্যাপকদের বা কর্মচারীবৃন্দকে ক্ষমতার জোরে গৈরিকীকরণের জন্য বুলডোজ করবেন, তারপর একজনও যদি ওদের সঙ্গে না থাকে তবে আমি তাদের সঙ্গে আছি।’ উল্লেখ্য এর আগে সোমবার শান্তিনিকেতনে গিয়ে নোবেলজয়ী অর্মত্য সেনের সঙ্গে দেখা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁকে জেড প্লাস কযাটেগরির নিরাপত্তাও দিয়েছেন তিনি। নোবেলজয়ীকে নিয়ে বিগত কয়েক দিন ধরে কুৎসা ও অপপ্রচার করছেন বিশ্বভারতীর উপাচার্য।