27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:36 am
নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর (GANGA SAGAR) মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে দু’দিনের রাজ্য সফরে গেছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সফরের প্রথম দিনেই নরমে গরমে তিনি বিঁধলেন কেন্দ্রকে। সেই সঙ্গে এও বুঝিয়ে দিলেন, কেন্দ্রের সহযোগিতা করা উচিৎ ছিল। তবে কেন্দ্রের সাহায্য না মিললেও রাজ্য সরকার পারবে না এমনটা নয়। বুধবার মুড়িগঙ্গা নদীর ওপর সেতু তৈরি নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি কেন্দ্রের উদ্দেশ্যে একাধিকবার দাবি জানিয়েছেন, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার। বলেন, ‘জাতীয় মেলা ঘোষণা না করাটা ভুল’। কুম্ভমেলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উত্তরপ্রদেশে কুম্ভমেলার সমস্ত ভার নেয় কেন্দ্র কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য এক পয়সার বাতাসাও দেয় না। এই মেলার সমস্ত ভার নেয় রাজ্য।
মুড়িগঙ্গা ব্রিজ নিয়ে বলেন, কেন্দ্রের উচিৎ ছিল মুড়িগঙ্গা নদীর ওপর সেতু তৈরি করার। বারবার আবেদন করেও মেলেনি সাহায্য। এই সেতু তৈরিতে খরচ হবে প্রায় ১০ হাজার কোটি। বলেন, হয়ত সময় লাগবে তবে রাজ্য নিজেই এই সেতু তৈরি করবে। উল্লেখ্য, আগেই তাজপুরে বন্দরের উদ্যোগ নিয়েছে ‘মমতা সরকার’। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য নিজের মতো ডিপিআর করেছে। তবু আবার ভারত সরকার এবং নীতি আয়োগে আবেদন জানানো হবে। না হলেও এই ব্রিজ করবে রাজ্যই।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই মেলা একমাত্র মেলা যেখানে আসতে গেলে জলপথ পেরিয়ে আসতে হয়। প্রতি বছর এই সময় নদী পার হন প্রায় ১ কোটি মানুষ। সেতু হলে কলকাতা থেকে কপিলমুনির আশ্রম সরাসরি যুক্ত হবে সড়কপথে। সাগর থেকে কাকদ্বীপ আসার জন্য মানুষকে আর ভেসেলের জন্য লট এইটে অপেক্ষা করতে হবে না। বলেন, অন্য সব মেলার ক্ষেত্রে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক উদ্যোগী হয়। তারপরেই বলেন, রাজ্য তার সামর্থ্য মত ধাপে ধাপে কাজ করছে।