এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর মায়ানমার! কলকাতায় পরিষ্কারই থাকবে আকাশ

নিজস্ব প্রতিনিধি: ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে জন্ম নেওয়া নিম্নচাপ বঙ্গোপসাগরে(Bay of Bengal) ঢুকে পড়ে ক্রমশ শক্তি বাড়িয়ে সোমবার দুপুরের মধ্যেই ঘূর্ণিঝড়ের(Cyclone) রূপ নিতে চলেছে। এরপরেই সে এগিয়ে যাবে উত্তর মায়ানমার(North Myanmar) উপকূলের অভিমুখে। তবে তার রেশ পড়বে ওপার বাংলার চট্টগ্রাম উপকূলেও। যদিও এপার বাংলায় এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বে না। যদিও রাজ্যের উপকূলবর্তী এলাকায় একটু ঝোড়ো হাওয়া দিতে পারে বলে আশঙ্কাব্যক্ত করেছে দিল্লির মৌসম ভবন। আর এই কারনেই রাজ্যের সৈকতগুলিতে এদিন কড়া নজরদারি থাকছে যাতে সমুদ্র কোনও কারণে উত্তাল হয়ে উঠলে মুহুর্তের মধ্যে যেন সেখান থেকে পর্যটকদের সরিয়ে আনা যায়। সেই সঙ্গে মৎস্যজীবীদের ক্ষেত্রেই সাগরে মাছ ধরতে যাওয়ার বিধিনিষেধ থাকছে আগামী ৩৬ ঘণ্টা। অর্থাৎ মঙ্গলবার বিকালের আগে তাঁরা কোনও ভাবেই সাগরে মাছ ধরতে যেতে পারবেন না।

দিল্লির মৌসন ভবন সোমবার সকালে জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট হতে চলা ঘূর্ণিঝড় যতটা শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছিল ততটা সে হবে না। কেননা বঙ্গোপসাগরের জলের উষ্ণতা কিছুটা হলেও কম রয়েছে এখন। ফলে ঘূর্ণিঝড়ের জন্য যে জলীয় বাষ্পের প্রয়োজন তা বঙ্গোপসাগর থেকে শুষে নিতে পারছে না ওই অতি গভীর নিম্নচাপ। একই সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় সেই কিছুটা হলেও ক্লান্ত হয়ে পড়েছে। এদিন দুপুরের মধ্যেই তা ঘূর্ণীঝড়ে পরিণত হলেও এদিন বিকাল থেকেই সে শক্তি হারাতে শুরু করে দিতে পারে। তাই এই ঘূর্ণিঝড় যখন উত্তর মায়ানামার উপকূলে ভূমি স্পর্শ করবে তখন সে ঘূর্ণিঝড় থাকবে না শক্তি খুইয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তা নিয়ে একটা খটকা থাকছে। এমনও হতে পারে ভূমি স্পর্শ করার আগেই সাগরের বুকেই তার অপমৃত্যু হতে পারে। এই ঘূর্ণিঝড়ের দরুন এদিন সকাল থেকেই আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।

বাংলায় অবশ্য এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাবই পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া(Weather) দফতর। তাই এখানে পারা এখন চড়বে। সকালের দিকে তাপমাত্রা কিছুটা মনোরম থাকলেও বেলা গড়াবার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে গরম বাড়বে। বঙ্গোপসাগরের নিম্নচাপের দরুন রাজ্যের পরিমণ্ডলে জলীয় বাষ্প ঢুকলেও আগামী ৪-৫ দিন কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরে দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ক্রমে আরও তাপমাত্রা বাড়বে বঙ্গের। সঙ্গে বাড়বে অস্বস্তি। সোমবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে হাতা- খুন্তির লড়াই, হুঁশিয়ারি মমতার

মালদায় পুলিশি অভিযানে উদ্ধার ২৮ কোটির মাদক, ৩২ লাখ টাকা, গ্রেফতার ১

মহিলাদের অপমান করেছে বিজেপি, সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন অভিষেক

কনে যাত্রী নিয়ে যাওয়ার পথে শিলিগুড়িতে গাড়ি উল্টে মৃত্যু দু’জনের,আহত অন্তত ২৮

বহরমপুরের কিছু বুথে পুনরায় ভোটের দাবি কংগ্রেসের

বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন, জানালেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর