এই মুহূর্তে




বৃষ্টি ঝরিয়ে নিম্নচাপ সরছে, তবুও থাকছে ঘাটতি




নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) আকাশে দুর্যোগ কেটে গেল বলাই যায়। কেননা বঙ্গোপসাগরে(Bay of Bengal) সৃষ্ট নিম্নচাপ স্থলভাগে ঢুকে পড়েছে। এখন সে ওড়িশার(Odisha) ওপর দিয়ে ক্রমশই উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। তার জেরে নিম্নচাপের শক্তি কমছে। কিন্তু এই বৃষ্টির পরেও বাংলার বুকে বৃষ্টির ঘাটতি যে মিটবে না সেটা জানিয়ে দিলেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের হাত ধরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলার উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির(Heavy Rain) সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছিল। এমনকি এটাও বলা হয়েছিল এই নিম্নচাপের হাত ধরে ভারী বৃষ্টি পাবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও কলকাতা(Kolkata)। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিন সকাল থেকেই নিম্নচাপ ক্রমশ স্থলভাগে ঢুকতে শুরু করার পাশাপাশি তা ছত্তিশগড়ের দিকে সরে যেতে থাকে। আর তাতেই বাংলার আকাশে দুর্যোগের সম্ভাবনা কমেছে বলেই আবহাওয়াবিদদের অভিমত।

আলিপুর আবহাওয়া দফতর অবশ্য এখনও দুর্যোগ কেটে যাওয়ার বার্তা দেয়নি। তাঁরা বরঞ্চ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি রেখেছেন তাঁরা। পাশাপাশি তাঁরা এটাও জানিয়েছেন, বুধবার অর্থাৎ আগামিকাল এই নিম্নচাপ শক্তিক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তার দরুন বুধবার ভারী বৃষ্টির হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। ১১ অগস্ট, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদদের দাবি, এদিনই ওই গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তার জেরে বাংলার বুকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী দুই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাত হবে। কিন্তু এই নিম্নচাপের হাত ধরে বাংলার বুকে বারিধারা ঝরলেও তা যে ঘাটতি মেটানোর পক্ষে যথেষ্ট নয়, সেটাও তাঁরা জানিয়ে দিয়েছেন।

আবহাওয়াবিদদের দাবি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে চলতি সপ্তাহে কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কিন্তু যে ঘাটতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে তা কতটা মিটবে তা নিয়ে সংশয় থাকছেই। জুন থেকে শুরু হওয়া বর্ষা মরশুমের নিরিখে বাংলায় বৃষ্টির ঘাটতি ৪৩ শতাংশ। এই ঘাটতি মেটাবার মতো ভারী বৃষ্টি এখনও বাংলায় পাওয়া যায়নি। আবহাওয়াবিদরা একথাও জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি হারাতে শুরু করেছে। ফলে তা থেকে অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের দিকে আসবে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বেশি বৃষ্টি হবে মূলত এদিন ও বুধবার। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। যদিও তা ঘাটতি মেটার পক্ষে যথেষ্ট নয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিনা চিকিৎসায় মারা গিয়েছে ছেলে, বিচার চেয়ে পথে নামলেন কোন্নগরের  বিক্রমের মা

৫০ হাজার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত  ছেলে

৫০০ বছর আগে জয়নগরের বুকে মোতিলাল পরিবারে পুজোর সূচনা

তিন শতাব্দী পার করা রামপুরহাটের মণ্ডল বাড়ির পুজো

শুধু নয় সিংহ, দেবীর সঙ্গে থাকে বাঘও, দিনহাটার মুস্তাফি পরিবারের পুজোয়

আসানসোলের মিঠানিতে চক্রবর্তী বাড়ির ৪০০ বছরেরও বেশি পুরাতন পুজো

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর