এই মুহূর্তে

মন্ত্রী হতে চান দিলীপ, নিজের মুখে জানিয়ে দিলেন গোপন বাসনার কথা

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : অবশ্যই মন্ত্রী হবেন। মন্ত্রী না হলে সাধারণ মানুষকে সুবিধা দেবেন কী করে। নদীয়ার কুপার্স ক্যাম্পে একটি পরিবর্তন সংকল্প সভায় এমনই বাসনার কথা জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি আরো বলেছেন পশ্চিমবঙ্গে আগেও পরিবর্তনের চেষ্টা হয়েছিল। কিছুটা পরিবর্তন হয়ে আটকে গিয়েছে। তাই এখন গ্রাম গঞ্জ দিয়ে লড়াই শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে পরিবর্তন হবে।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রয়োজন রয়েছে। তার কারণ মোদি সরকার গরিব কল্যাণ যোজনা সামগ্রী পাঠাচ্ছে, সেগুলো গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বিজেপি সরকারকে আনতে হবে। তৃণমূল সরকারের লুটপাট প্রসঙ্গে তোর দিকে তিনি বলেছেন, আবাস যোজনার টাকা থেকে শুরু করে শৌচাগারের টাকা লুট হয়ে যাচ্ছে। তৃণমূল সরকার বারবার কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে কেন্দ্রকে দোষারোপ করে। এই ক্ষেত্রে দিলীপ ঘোষ জানিয়েছেন, জল জীবন মিশন থেকে শুরু করে বহু টাকা লুট হয়ে যাচ্ছে, সেই জন্য বিজেপি পরিবর্তন যাত্রা করছে।

নিজের মন্ত্রীত্ব নিয়ে অত্যন্ত আশাবাদী দিলীপ ঘোষ। তিনি চান মন্ত্রী হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে। কেন্দ্রীয় সরকারের দেওয়া সামগ্রী, গরিব মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি। সেই কারণে তাকে মন্ত্রী হতেই হবে। প্রসঙ্গে তিনি বলেছেন, বহু মানুষ বাংলাদেশ থেকে এসে এখানে বসে রয়েছেন। তাদের মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তবে তার প্রতিশ্রুতির সবটা পূরণ হয়নি। বর্তমানে সিএএ শুরু হয়েছে। রাজ্যে বিজেপি সরকার তৈরি না হলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আশা পূরণ হওয়া সম্ভব নয়। কৃষকের আয় বৃদ্ধি খাওয়ার নিয়ম তিনি মুখ খুলেছেন। বলেছেন কৃষকের আয় বাড়ানোর জন্য প্রকল্প এনেছে মোদি সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে সেটা মেলে না

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধের শীতের সন্ধ্যায় ভয়ংকর আগুনে জ্বলছে কলকাতার নোনাডাঙার বস্তি

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বৃহস্পতিবারে মালদহে পরিযায়ী শ্রমিকদের সাথে মধ্যাহ্নভোজনে অভিষেক

নদিয়ার ধুবলিয়ায় দুই যাত্রিবাহী বাসের সংঘর্ষে শিশু-সহ নিহত ৩

বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সর্তকতা, রাজ্যে রবিবার পর্যন্ত চলবে ঠান্ডার ব্যাটিং

দলীয় কার্যালয়েই ব্রাত্য তৃণমূল কাউন্সিলর, দোকানে বসে দিচ্ছেন পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ