এই মুহূর্তে




কালিম্পঙে ধস নামতেই ১০ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি। আর তাতেই ফের  ধসল ১০ নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার ভোরে কালিম্পং জেলার মেল্লি বাজারের কাছে নামে ধস। তাতে অবরুদ্ধ হয়ে পড়ল জাতীয় সড়ক। এরফলে  শিলিগুড়ি এবং গ্যাংটকের মধ্যে সংযোগরক্ষাকারী রাস্তায় দেখা দিয়েছে যানজট।

এই প্রসঙ্গে জেলা প্রশাসনের তরফে জানান হয়েছে, এদিন ভূমিধসের কারণে চলছে সারাইয়ের কাজ। তাই  রাস্তা আংশিক বন্ধ করা হয়েছে। অন্যদিকে  ১০ নম্বর জাতীয় সড়কে লম্বা দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি । এরফলে শিলিগুড়ি-সিকিম ও শিলিগুড়ি-কালিম্পং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। বর্তমানে জোর কদমে চলছে রাস্তা মেরামতের কাজ।

উল্লেখ্য, কিছুদিন আগেই  শ্বেতীঝোড়ার কাছে জাতীয় সড়কে ধস নামে। যার জেরে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।   এই নিয়ে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট নয়বার বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক। সেইজন্য  পর্যটকদের গাড়ি থেকে শুরু করে সমস্ত গাড়িগুলিকেই লাভা, গোরুবাথান দিয়ে চলাচল করতে হয়েছে। তবে ধস নামার পর পূর্ত দপ্তর অতি দ্রুত কাজ শুরু করে। বলা বাহুল্য, সারাই শেষ হতেই  টানা ৯ দিন পর গত মঙ্গলবার খুলেছিল জাতীয় সড়ক। এক সপ্তাহ কাটতে না কাটতে ফের ধস নামল ১০ নম্বর জাতীয় সড়কে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুজোয় ৫দিনে আইন ভাঙার অপরাধে শহরে গ্রেফতার ৩৪৮ জন

প্যান্ডেল হপিং সৌরভের, শ্রীভূমিতে তুললেন নিজস্বী, সুরুচিতে বাজালেন ঢাক

রাত পোহালেই বিজয়া দশমী, গঙ্গার ঘাট পরিদর্শনে ফিরহাদ

নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, বাজালেন কাঁসর-ও

বর্ষাতিকে সঙ্গী করেই ‘নবমী নিশি’তে মণ্ডপে-মণ্ডপে মানুষের ঢল

পলাশচাবড়ী সর্বজনীনের থিম ‘ধামসা মাদলের দেশে মা আপন বেশে’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ