এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিজেপির আলিপুরদুয়ার জেলা পার্টি অফিসে দুর্গাপুজো হচ্ছে না

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: উনিশের ভোটে জেলার একমাত্র লোকসভা কেন্দ্রটি গিয়েছিল বিজেপির(BJP) দখলে। তার ঠিক ২ বছরের মাথায় হওয়া ২১’র ভোটে জেলার ৫টি বিধানসভা কেন্দ্রও চলে যায় বিজেপির হাতে। সবাই ভেবেছিল ২৩’র পঞ্চায়েত ভোটেও জেলায় পদ্মশিবির দাপট দেখাবে। জেলা পরিষদ থেকে গ্রাম পঞ্চায়েতে পদ্মফুল ফুটবে। কিন্তু সেই হিসাব আর মেলেনেই। আলিপুরদুয়ারে(Alipurduyar) ফোটেনি পদ্ম। আর তাই জেলার পার্টি অফিসেও(Party Office) এবার হচ্ছে না দুর্গাবন্দনা। হ্যাঁ ঠিকই পড়ছেন। বিজেপির আলিপুরদুয়ার জেলা পার্টি অফিসে এবারে আর দুর্গাপুজো(Durga Puja) হচ্ছে না। দলের জেলা নেতৃত্বের দাবি, প্রস্তুতির অভাবেই পুজো করা যাচ্ছে না। নীচুতলার কর্মীদের দাবি, প্রস্তুতির অভাব অজুহাত মাত্র। আসলে লোক খুঁজে পাচ্ছে না। সবাই দলে দলে বিজেপি ছাড়ছে।

‘আবকে বার ২০০ পার’ হাঁক দিয়ে যারা বাংলা দখল করতে এসেছিল তাঁরা না জানতো বাংলার ইতুহাস ভুগোল, না জানতো বাংলার কৃষ্টি-সংস্কৃতি। হিন্দিভাষী গোবলয়ের ধর্মসংস্কৃতি জোর করে বাংলার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল তাঁরা। যদিও সফল হয়নি। গোবলয়ের পথে হেঁটে যে বাংলা দখল করা যাবে না সেটা বুঝেই এখন তাঁরা নয়া ভেক ধরছে, বাংলায় এসে বাঙালি হতে হবে। কেউ রবীন্দ্রনাথ সাজছেন, কেউ শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের জন্মস্থান বানাচ্ছেন, কেউ স্বামী বিবেকানন্দকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের গুরুঠাকুর বানিয়ে দিচ্ছেন। এবার তাঁদের লক্ষ্য, বাংলা থেকে ২৪’র ভোটে ৩৫টা আসন বার করতে হবে। আর তার জন্য বাংলার হিতৈষী সাজতে হবে। এর জন্য সব থেকে সস্তা রাস্তা হচ্ছে বাংলার সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজোয় ঢুকে পড়ো। তাই একসময় যারা আওয়াজ তুলেছিল বাংলায় দুর্গাপুজো করতে দাওয়া হয়না তাঁরাই এখন জেলায় জেলায়, ব্লকে ব্লকে দলের উদ্যোগেই দুর্গাপুজো করতে চাইছে।

দুর্গাপুজো করার এই পরিকল্পনায় প্রথমে ঠিক হয়েছিল ক্লাবগুলিকে হাত করা হবে ১ লক্ষ টাকা দিয়ে। বাবুমশাইরা সেই লক্ষ্যে হাতে টাকার ঝুলি নিয়ে বেড়িয়েও পড়েছিলেন। কিন্তু খুব একতা লাভ হয়নি। সেই শূণ্যতা ঠেকাতে ঠিক হয় দলের পার্টি অফিসেই পুজোর আয়োজন করা হবে। সেই সূত্রেই আলিপুরদুয়ার জেলার বিজেপির পার্টি অফিসে দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকেই সরে এসেছেন তাঁরা। বিজেপির আলিপুরদুয়ার জেলা পার্টি অফিসে কোনও পুজোই হচ্ছে না। বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গার দাবি, প্রস্তুতির অভাবেই জেলা পার্টি অফিসে দুর্গাপুজো করা যাচ্ছে না। তাছাড়া আগে কখনও জেলা পার্টি অফিসে দুর্গাপুজো হয়নি। সেইজন্যই পুজো করা যাচ্ছে না। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন আবার জানিয়েছেন, জেলা অফিসে দুর্গাপুজো করতে হবে দলের এরকম কোনও নির্দেশই নাকি আসেনি।   

আসলে পঞ্চায়েৎ ভোটে জেলায় ভরাডুবির পর থেকেই দলে দলে বিজেপির নেতাকর্মীরা হয় বসে যাচ্ছেন নয়তো দল ছাড়ছেন। যারা এখনও সক্রিয় রয়েছেন গেরুয়া শিবিরে, সেই সব নিচুতলার কর্মীদের মনোবল এখন অনেকটাই তলানিতে। বিশেষ করে পঞ্চায়েত ভোটে চা বলয়ে দলের পরাজয়ে হতদ্যোম পদ্ম শিবিরের নেতারা। বিজেপির এই পরাজয়কেই ঘুরিয়ে কটাক্ষ করে তৃণমূলের(TMC) জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী জানিয়েছেন, দুর্গা মা’কে মানুষ পুজো করে অশুভ শক্তি ও অসুর নিধনের জন্য। আলিপুরদুয়ার জেলায় ইতিমধ্যেই অসুর ও অশুভ শক্তির নিধন হয়েছে। সেই জন্য প্রস্তুতির অভাব অজুহাত মাত্র। বিজেপি আসলে জেলায় দুর্গাপুজো করার লোক পাচ্ছে না। মাত্র আড়াই বছরের মধ্যেই ছবি পুরো বদলে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

স্ত্রী চলে যাওয়ার অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

ঝাড়গ্রামে ডোবাতে পড়ে যাওয়া হাতিকে উদ্ধারে ব্যর্থ বন দফতর ,অবশেষে মৃত্যু

দু চোখ অন্ধ থাকলেও মাধ্যমিক পরীক্ষায় তাক লাগানো ফল এক জন্মান্ধ মেয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর