এই মুহূর্তে




দত্তপুকুরে নাবালিকাকে ঠাকুর দেখানোর প্রলোভন দেখিয়ে সাইকেলে নিয়ে গিয়ে ধর্ষণ , ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, দত্তপুকুর: মুখ ও বধির নাবালিকাকে সাইকেলে করে ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ দত্তপুকুর থানায়(Duttapukur P.S.)।অভিযোগ পেয়ে পুলিশ এক ব্যক্তি গ্রেফতার করেছে।রবিবার রাত আনুমানিক আটটা নাগাদ পীরগাছার(Pirgacha) একটি ইটভাটায় বস্ত্রহীন অবস্থায় ভারসাম্যহীন এক নাবালিকাকে উদ্ধার করে স্থানীয়রা। দত্তপুকুর থানার পুলিশ ঘটনার তদন্ত করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বুধবার আদালতে পেশ করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই ভারসাম্যহীন নাবালিকা গত রবিবার কালীপুজোর আগের দিন দুপুর একটা থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তাকে নানা জায়গায় খোঁজ করে।

রাত্রি আটটা নাগাদ রবিবার তারা জানতে পারে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ(Kadambagachi Police Fari) তাকে উদ্ধার করে একটি ইট ভাটা সংলগ্ন জঙ্গল থেকে। পুরোপুরি নগ্ন অবস্থায় ছিল। এরপর স্থানীয় মানুষজন তাকে একটি বস্ত্র পরিয়ে পুলিশের সঙ্গে পাঠালে পুলিশ তাকে বারাসত হাসপাতালে(Barasat Hospital) ভর্তি করে। কিন্তু সেখানে কোন চিকিৎসা হয় না। এমনটাই অভিযোগ পরিবারের। পরিবারের লোকজন হাসপাতাল থেকে ছুটি করি তাকে বাড়িতে নিয়ে এসেছে। এই ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর বুধবার থেকে সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নামে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দত্তপুকুর থানায় গিয়ে এই ঘটনায় ধর্ষণের অভিযোগ দায়ের করার দাবি জানায়।

পুলিশ প্রথমে এটি একটি দুর্ঘটনা বলে লিপিবদ্ধ করলেও পরে পরিবার এবং রাজনৈতিক বিভিন্ন দলের চাপে ধর্ষণের অভিযোগ দায়ের করে। একজনকে গ্রেফতার করা হয়। তাকে তদন্তের সাথে হেফাজতে নিতে বুধবার বারাসত আদালতে পেশ করে পুলিশ। পরিবারের লোকজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ধৃত ব্যক্তির কঠোর শাস্তি দাবি করেছে পুলিশের কাছে। ধর্ষণ নামক এই ব্যাধি যেভাবে সমাজে ছড়িয়ে পড়ছে কঠোর শাস্তি না হলে এবং জনগণের মধ্যে চেতনা না পারলে এই ব্যাধি রাখা সম্ভব নয় এমনটাই মনে করছেন সব রাজনৈতিক দলের নেতারা

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দনগরে জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রা কবে, জানিয়ে দিল কেন্দ্রীয় পুজো কমিটি

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফল, জানিয়ে দিল সংসদ

অভিসারে গিয়ে বেধড়ক মারে চোখ নষ্টের আশঙ্কা প্রেমিকের, পাল্টা হামলা প্রেমিকার বাড়িতে, প্রবল উত্তেজনা শ্রীরামপুরে

বিজেপিকে ‘বাংলা বিরোধী জমিদার’ বলে তোপ শশী পাঁজার

মিনি নির্বাচন কমিশন! ভবঘুরের ব্যাগ থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য কল্যাণীতে

রেলে চাকরি পাইয়ে দেওয়ার ‘টোপ’, বড়সড় প্রতারণার চক্র ফাঁস হিন্দমোটরে, গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ