এই মুহূর্তে




রাজ্যের প্রায় হাজার BLO’র কাছে গেল শোকজ নোটিস, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে উত্তাল হয়ে রয়েছে বঙ্গ রাজনীতি। তার মধ্যে এবার ঘটল বড় ঘটনা। ১ হাজার বুথ লেভেল অফিসারকে (বিএলও) শোকজ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জানা গিয়েছে, বিএলও’রা কাজ থেকে অব্যাহতি চেয়েছেন। এই অব্যাহতি চাওয়ার কারণ কি তা জানাতে বলা হয়েছে বিএলওদের।

কিছু দিন ধরে বিএলওদের নিয়োগ শুরু করেছে কমিশন। ওই দফতরের সচিব বিনোদ কুমারকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে একাধিক জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্টে দেখা যাচ্ছে অনেক শিক্ষক-শিক্ষিকারা নিয়োগপত্র গ্রহণ করছেন না। কেন তারা নিয়োগ চাইছেন না তার কারণ দর্শাতে বলা হয়েছে। এর আগেও বেশ কয়েকজন বিএলওকে একই কারণে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। এবারও নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জবাব দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

বিহারে সদ্য সমাপ্ত হয়েছে এসআইআর (SIR), তারপরেই ঘোষণা হয়েছে ভোটের। এবার SIR হতে চলেছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই সব জেলায় ম্যাপিং ও আপলোডিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। কমিশন সূত্রে খবর, ম্যাপিংয়ের ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের এসআইআর (SIR) তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। তার মধ্যেই বিএলওদের শো কজ নোটিস পাঠাচ্ছে নির্বাচন কমিশন।

বুধ ও বৃহস্পতিবার দেশের সকল মুখ্য নির্বাচনী আধিকারিককে দিল্লিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় এসআইআর (SIR) কে কেন্দ্র করে বৈঠক করা হবে বলে জানা গিয়েছে। তারপরেই শুরু হবে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)। তবে কবে তা শুরু হবে তা এখনও জানা যায়নি।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দনগরে জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রা কবে, জানিয়ে দিল কেন্দ্রীয় পুজো কমিটি

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফল, জানিয়ে দিল সংসদ

অভিসারে গিয়ে বেধড়ক মারে চোখ নষ্টের আশঙ্কা প্রেমিকের, পাল্টা হামলা প্রেমিকার বাড়িতে, প্রবল উত্তেজনা শ্রীরামপুরে

বিজেপিকে ‘বাংলা বিরোধী জমিদার’ বলে তোপ শশী পাঁজার

মিনি নির্বাচন কমিশন! ভবঘুরের ব্যাগ থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য কল্যাণীতে

রেলে চাকরি পাইয়ে দেওয়ার ‘টোপ’, বড়সড় প্রতারণার চক্র ফাঁস হিন্দমোটরে, গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ