এই মুহূর্তে

মধ্যমগ্রামে রঙের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যমগ্রামে। বাদু দিগবেরিয়ায় কারখানায় আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৫ ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মধ্যমগ্রামের বাদু দিগবেড়িয়া ২ নম্বর গেট সংলগ্ন একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় কারখানার ভিতরে একাধিক শ্রমিক কাজ করছিলেন। তবে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত শ্রমিকরা নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। সেই কারণে বলে জানা গেছে

খবর পাওয়ার পর প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনে তীব্রতা বাড়তে থাকায় পরে দমকল বাহিনীর আরো একাধিক ইঞ্জিন পাঠানো হয়। কিন্তু রাসায়নিক কারখানায় দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়ংকর রূপ নেয়। অল্প সময়ের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে এবং কারখানা তত্ত্বের কালো ধোঁয়ায় থেকে যায়। দমকল সূত্রে খবর, কারখানায় বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক থাকায় আগুন সরিয়ে পড়ে। তবে কি কারণে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

আরও পড়ুনবইমেলা উদ্বোধনে ছক্কা হাঁকালেন মমতা, ৬টি বই প্রকাশ মুখ্যমন্ত্রীর

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় দু বছর আগেও একই রাসায়নিক কারখানায় বড়সড়ো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আবার একই জায়গায় আগুন লাগায় কারখানা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেবতা রূপে পূজিত নেতাজি, ভোগে কেক-পায়েস-পিঠে

তিন কলেজকে একসঙ্গে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়, প্রস্তাবে রাজি মুখ্যমন্ত্রী

সরস্বতী পুজো ও নেতাজি জন্মজয়ন্তীতে তালাবন্দি সরকারি স্কুল,চরম লজ্জার ছবি

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অগ্রাহ্য, গ্রেফতারি পরোয়ানা জারি হবে রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে?

প্রথাগত পৌরোহিত্য নয়, ইউটিউব দেখে শিখে বাগদেবীর পুজো করলেন চন্দননগরের ছাত্রী

জাত-লিঙ্গের গণ্ডি ভাঙল স্কুল, অব্রাহ্মণ শিক্ষিকার মন্ত্রোচ্চারণে সম্পন্ন সরস্বতী পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ