এই মুহূর্তে




কলেজে ভর্তির জন্য একটিই অনলাইন পোর্টাল, মিলেছে মন্ত্রিসভার অনুমোদন




নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সমস্ত সরকারি কলেজ এবং সরকার অনুমোদিত কলেজ (COLLEGE) গুলির ভর্তি (ADMISSION) প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তৈরি হচ্ছে ভর্তি সংক্রান্ত একটি ওয়েবসাইট (WEBSITE)। এই ওয়েবসাইটের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) নেতৃত্বে হয়েছে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। মানে একটি মাত্র ওয়েবসাইটেই পাওয়া যাবে রাজ্যের সমস্ত সরকারি কলেজ। ওই ওয়েবসাইটেই থাকবে সরকার অনুমোদিত কলেজ। এই ওয়েবসাইট ভর্তি সংক্রান্ত।

প্রস্তাব ছিল, সমস্ত সরকারি ও সরকার অনুমোদনপ্রাপ্ত কলেজ আর রাজ্যের সাহায্য প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে ভর্ত্যির জন্য একটিই অনলাইন পোর্টাল থাকবে। একাধিক অভিযোগের ওপর ভিত্তি করেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্য মন্ত্রিসভায়। এই ওয়েবসাইটের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় কলেজে ভর্তি হওয়া যাবে সরাসরি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী অনুমতি দিয়েছেন এই পোর্টাল তৈরির। তারপরেই মিলেছে মন্ত্রিসভার অনুমতি।

উল্লেখ্য, গত ২ জুন বিকাশ ভবনের বৈঠকে সিদ্ধান্ত হয়, সমস্ত কলেজে ভর্তির জন্য একটাই পোর্টাল (PORTAL) তৈরি হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিও মিলেছিল। শিক্ষামন্ত্রী (EDUCATION MINISTER) ব্রাত্য বসু (BRATYA BASU) বলেছিলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের অনুমোদন দিয়েছেন। আমাদের উদ্যোগ নিতে বলেছেন যে কেন্দ্রীয়ভাবে অনলাইন যাতে আমরা এ বছর থেকে করতে পারি। আজকের আমাদের দফতরের সঙ্গে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির বৈঠক হল। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামোর অবস্থা কী, এ বছর যদি কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি হয়, তাহলে তার জন্য তারা প্রস্তুত আছে কি না সেই ব্যাপারে তথ্য জানালেন। সদ্য কোভিড গিয়েছে, এখনও চলছে সংক্রমণ। পুরো শিক্ষাবর্ষ গত দু বছর ধরে এলোমেলো হয়ে আছে। ফলে আমরা একটা কোনও তত্ত্ব আরোপ করার আগে বিষয়টি বুঝে নেওয়ার দরকার ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সেই বিষয়ে তাঁদের তথ্য জানিয়েছেন। খুব শীঘ্রই আমরা আবার এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত জানাব।’ বৈঠকে যোগ দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উয়াপাচার্যও। বৈঠক থেকে বেরিয়ে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেছিলেন, ‘আলোচনার প্রক্রিয়া শুরু হল। এটা খুবই সময়োপযোগী একটা সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে’। একইসঙ্গে তাঁর সংযোজন ছিল, এর ফলে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে। অবশেষে এই পোর্টাল তৈরিতে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা (CABINET)।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুজরাত পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে আটক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, পরে মুক্ত

২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

ঝালদার মসজিদ থেকে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান

জঙ্গি যোগে আটক কৃষ্ণনগরের যুবক, ভয় দেখাতে গিয়ে নিজেই পুলিশের জালে, তদন্তে NIA

দিঘায় মন্দির উদ্বোধন, যান চলাচল নিয়ন্ত্রণে কী ব্যবস্থা প্রশাসনের

ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন, এলাকায় চাঞ্চল্য

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর