এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আম চাষিদের একটাই দোয়া ‘আল্লাহ মেঘ দে ,পানি দে’

নিজস্ব প্রতিনিধি, মালদা: প্রচন্ড গরমে এবারে প্রভাব পড়ল জগৎবিখ্যাত মালদার আমে। আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এবছর মালদা, মুশিদাবাদ এবং নদীয়ায় ব্যাপক হারে আম ফলন হয়েছে। কিন্তু প্রচণ্ড দাবদাহে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আম(Mango) চাষে। ইতিমধ্যে প্রচন্ড গরমের কারণে আম ঝরে পড়ছে। শুধু তাই নয় পোকা দেখা দিয়েছে। এই বিষয়ে শুক্রবার দুপুরে মালদা শহরের এন এস রোড এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা(Ujjal Saha)।

তিনি জানান, এই মুহূর্তে বৃষ্টি না হলে আমের ফলনে প্রচুর ক্ষতি হবে। জেলার অর্থনীতিতে প্রভাব পড়বে। তবে তিনি আম চাষিদের নিম তেল দিয়ে জল স্প্রে করার পরামর্শ দেন। উজ্জ্বল বাবু জানান সব আমবাগান গুলিকে বীমার আওতায় আনা সম্ভব হয়নি। ফলে এখনই বৃষ্টি না হলে, বহু আম চাষি  বড় ক্ষতির সম্মুখীন হবেন। তাই চাতক পাখির মত আকাশের দিকে তাকিয়ে আছেন আম চাষিরা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,দয়ে পোকা আক্রমন শুরু হয়েছে আমে। ঝড়ে যাচ্ছে আম। মাথায় হাত আমচাষিদের।গত কয়েকদিনের তীব্রদাবদহের ফলে এই দয়ে পোকার উপদ্রব বেড়েছে। আর যে কারণে মালদহের অর্থকারী ফসল আম ক্ষতির মুখে। চিন্তিত মালদা জেলা উদ্যানপালন ও বাগিচা দপ্তরের আধিকারিকেরা। জরুরী ভিত্তিতে এই পোকা উপদ্রব কমাতে আমচাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

মালদা জেলাতে(Malda District) ৩৩হাজার হেক্টর জমিতে আমচাষ হয়। এই বছর চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়।দয়ে পোকা আক্রমনের ফলে আম উৎপাদনের যে টাগেট জেলা উদ্যান পালন ও বাগিচা দপ্তরের কর্তারা আশা করেছিলেন তাতে ভাঁটা পড়তে পারে এমনই আশঙ্কা করছেন তারা।
এই বছরের শুরুতে আম উৎপাদনে অনুকুল আবহাওয়ার ফলে চাষী থেকে ব্যবসায়ী সকলেই খুশিতে ছিলেন। সময়ের আগেই মালদার আমবাগান মুকুলে পরিপূর্ণ হয়ে ওঠে। আমজনতাও মালদার আমের স্বাদ অল্প খরচে পাবে আশা করেছিলেন এমন। কিন্তু গত কয়েকদিনের তীব্রদাবদহ কপালে ভাঁজ ফেলেছে সকলের। আম চাষি  রতন ঘোষ জানান, যেহারে এই পোকার উপদ্রব বেড়েছে। তাতে আমকে বাঁচিয়ে রাখা দায় হয়ে দাড়িয়েছে।

ঋণ নিয়ে আমচাষ করেছিলেন। প্রথমে মুকুল ভালো হওয়ায় আশা করেছিলাম। এবার হয়তো ফলন ভালো হবে। দুই পয়সার মুখ দেখবো। আজ হতাশ। রাজ্য সরকারের কাছে আবেদন দ্রুত এইপোকা উপদ্রব থেকে আম রক্ষা করার ব্যবস্থা করা হোক। জেলা উদ্যান পালন বাগিচা দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক বলেন পোকা উপদ্রব শুরু হয়েছে। তীব্রদাবদহও চলছে। এই সময় সংবেদনশীল পোকা মারার কীটনাশক স্প্রে করার পরামর্শ দেন। এছাড়া নিম তেল জাতীয় জিনিস জলে মিশিয়ে স্প্রে করলে এই দয়ে পোকা উপদ্রব কমে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালির শেখ শাহজাহানের ডান হাত মিজানুর রহমান বিরুদ্ধে জমি হাতানোর অভিযো

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

তেহট্টে বিজেপিকে কাঠগড়ায় তুলে মহুয়ার হয়ে ব্যাটন ধরলেন মমতা

IAS, IPS অফিসারদের ফোন করে চাপ বিজেপি হয়ে কাজ করার জন্য, বিস্ফোরক অভিযোগ মমতার

হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে চলল গুলি, নামল র‍্যাফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর