29ºc, Haze
Monday, 23rd May, 2022 8:15 am
নিজস্ব প্রতিনিধি: দাঁত খোয়ালেন রোগী। চিকিৎসকের গাফিলতির জেরে ভাল দাঁত খোয়ালেন রোগী। সদর হাসপাতালের ডেন্টাল বিভাগের বিরুদ্ধে এহেন অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। পিংকু দাস নামে বছর ৩০ এর এক যুবক দাঁতে ব্যাথার সমস্যায় ভুগছিলেন। পুজোর আগে তিনি হাসপাতালের ডেন্টাল বিভাগে দেখালে চিকিৎসক তার দাঁত দেখবার পর বলেন দাঁত তুলতে হবে। তাই তাকে এক্স রে সহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করার নির্দেশ দিয়ে পুজোর পর হাসপাতালে আসতে বলেন চিকিৎসক।
এরপর আজ বুধবার দুপুরে পিংকু দাস ফের হাসপাতালের ডেন্টাল বিভাগে যান। অভিযোগ সেখানে গেলে তার দাঁতের গোড়ায় প্রথমে অবশ করার ইঞ্জেকশন দেওয়া হয়। তাকে বেডে শুয়ে পড়তে বলা হয়। এরপর তার দাঁত তোলা হয়। পরে অবশ কেটে যাওয়ার পর তিনি দেখতে পান তার ব্যাথা দাঁতের বদলে ভালো দাঁত তুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষ কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা গিয়েছে।
ঘটনায় পিংকু দাস বলেন, আমি হাসপাতালে যাওয়ার পর আমাকে ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর আমাকে বেডে শুয়ে পড়তে বলা হয়। ওই সময় যিনি কর্তব্যরত ডাক্তার ছিলেন তিনি আমার দাঁত না তুলে অন্য একজন আমাকে বেডে শুইয়ে দেয়। তাকে আমার কোন দাঁতে ব্যাথা তা দেখাতে গেলে উনি আমার কোনও কথা না শুনেতে চাননি। পরে দেখি আমার ব্যাথা দাঁতের বদলে আমার ভালো দাঁত তুলে দিয়েছে। আমি হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ করব। ঘটনায় হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ডাক্তার সুস্নাত রায় টেলিফোনে জানান গুরুতর অভিযোগ। তবে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করা হবে।