এই মুহূর্তে

ঝাড়গ্রামের জামবনিতে ফিল্মি কায়দায় জঙ্গলের রাস্তায় ৩ লক্ষ টাকার লুট দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: দিনের আলোতেই জঙ্গলে ফিল্মি কায়দায় সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের জামবনি এলাকায়। জামবনির(Jamboni) বাহিরগ্রামের জঙ্গলে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত হয়েছেন পিএনবির সিএসপি এজেন্ট সুব্রত সিংহ। স্থানীয় সূত্রে জানা গেছে, জামবনির পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা থেকে একাধিক গ্রাহকের টাকা তুলে সিএসপি এজেন্ট সুব্রত সিংহ চুটিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। সেই সময় বাহিরগ্রামের জঙ্গলের ভিতরেই আগে থেকে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। আচমকাই মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় তাঁরা।

প্রায় ঘণ্টাখানেক ধরে দুষ্কৃতীদের সঙ্গে সুব্রত সিংহের(Subrata Sinha) ধস্তাধস্তি চলে বলে খবর। এক পর্যায়ে দুষ্কৃতীরা বন্দুক উঁচিয়ে ভয় দেখালে লাথি মেরে বন্দুক ফেলে দেওয়ার চেষ্টা করেন সুব্রতবাবু। এরপর শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি। পথচলতি মানুষদের ডাকলেও কেউ ভয়ে এগিয়ে আসেননি বলে অভিযোগ। শত চেষ্টা করেও গ্রাহকদের টাকা রক্ষা করতে পারেননি সুব্রত বাবু। দুষ্কৃতীরা প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে একটি গাড়িতে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বন্দুকের আঘাতে গুরুতর আহত হন সুব্রতবাবু। ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা চম্পট দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সুব্রত সিংহকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। চিকিৎসার পর জামবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে গাড়িতে করে দুষ্কৃতীরা এসেছিল, সেই গাড়ির সন্ধান চালানো হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা চলছে। দিনের দুপুরে প্রকাশ্য জঙ্গলে এই ধরনের সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধের শীতের সন্ধ্যায় ভয়ংকর আগুনে জ্বলছে কলকাতার নোনাডাঙার বস্তি

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বৃহস্পতিবারে মালদহে পরিযায়ী শ্রমিকদের সাথে মধ্যাহ্নভোজনে অভিষেক

নদিয়ার ধুবলিয়ায় দুই যাত্রিবাহী বাসের সংঘর্ষে শিশু-সহ নিহত ৩

বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সর্তকতা, রাজ্যে রবিবার পর্যন্ত চলবে ঠান্ডার ব্যাটিং

দলীয় কার্যালয়েই ব্রাত্য তৃণমূল কাউন্সিলর, দোকানে বসে দিচ্ছেন পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ