এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বামেদের ধাক্কা দিয়েই কানাইপুর ও রঘুনাথপুর জুড়ে যাচ্ছে উত্তরপাড়ার সঙ্গে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: হুগলি(Hooghly) জেলার শ্রীরামপুর মহকুমার উত্তরপাড়া পুরসভা ছিল রাজ্যের প্রথম পুরসভা। কলকাতা পুরসভা হিসাবে স্বীকৃত পাওয়ার অনেক আগেই ১৮৫৩ সালে জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে উত্তরপাড়া পুরসভার জন্ম হয়। সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার উত্তরপাড়ায় একটি প্রদেশদ্বারও বানিয়ে দিয়েছে। এবার সেই সরকারই উত্তরপাড়া পুরসভার এলাকা বৃদ্ধি করার পদক্ষেপ করতে চলছে। আর সেটাও বামেদের কড়া ধাক্কা দিয়েই। কেননা এই পুরসভার কান ঘেঁষে থাকা দুটি বাম প্রভাবিত গ্রাম পঞ্চায়েত এলাকা কানাইপুর(Kanaipur GP) ও রঘুনাথপুর(Raghunathpur GP) জুড়ে যেতে চলেছে উত্তরপাড়া পুরসভার সঙ্গে। কিছু ঠিক থাকলে লোকসভা ভোটের আগেই পুরসভার অন্তর্ভুক্তি হতে পারে এই দুই গ্রাম পঞ্চায়েত। স্বাভাবিকভাবেই শাসকদল ও প্রশাসনের এই উদ্যোগে খুশির হাওয়া এলাকায়।

উত্তরপাড়ার কান ঘেঁষে থাকা শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের কানাইপুর ও রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকাদুটি রীতিমত জনবহুল এবং বেশ শহুরে। দীর্ঘদিন ধরেই সেখানে দাবি ছিল কানাইপুর ও রঘুনাথপুর নিয়ে পৃথক একটি পুরসভা গঠনের। বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন ও প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তী নিজে কানাইপুরের মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কানাইপুর ও রঘুনাথপুর নিয়ে পৃথক পুরসভা গড়ে তোলা হবে। যদিও বামফ্রন্ট সরকার সেই প্রতিশ্রুতিকে মান্যতা দেয়নি। কানাইপুর ও রঘুনাথপুর তাই পৃথক পুরসভা হিসাবেও আত্মপ্রকাশ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই দুই গ্রাম পঞ্চায়েতকে পুরসভার তকমা দিতে চলেছে। তবে পৃথক কোনও পুরসভা হিসাবে নয়, উত্তরপাড়া-কোতরং পুরসভার(Uttarpara Kotrang Municipality) মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে এই দুই গ্রাম পঞ্চায়েতকে। আর সেটাই বামেদের কাছে বড় ধাক্কা। কেননা ওই দুই এলাকায় এখনও বামেদের দেশ প্রভাব রয়েছে। কিন্তু এখন রাজ্য সরকারের সিদ্ধান্তে সেই প্রভাব আর কতদিন বজায় থাকবে তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। 

উত্তরপাড়া পুরসভার এলাকাবৃদ্ধির ঘটনা অবশ্য নতুন কিছু নয়। হিন্দমোটর ও সংলগ্ন এলাকাকে নিয়ে তৈরি হওয়া কোতরং পুরসভাকে ১৯৬৪ সালে উত্তরপাড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই উত্তরপাড়া পুরসভার নামকরণ করা হয় উত্তরপাড়া-কোতরং পুরসভা। ১৯৯১ সালে মাখলা গ্রাম পঞ্চায়েতকেও এই পুরসভার অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। এবার তার সঙ্গে জুড়ে যেতে চলেছে কানাইপুর ও রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকাদুটিও। একই সঙ্গে নতুন একটি সম্ভাবনাও তৈরি হয়েছে। আর তা হল উত্তরপাড়ার সঙ্গে ডানকুনি পুরসভাকে মিশিয়ে দিয়ে আগামী দিনে উত্তরপাড়া-ডানকুনি পুরনিগম গড়ে তোলার প্রয়াস। যদিও রাজ্য সরকার এখনও এই বিষয়ে প্রকাশ্যে কিছু ঘোষণা করেনি।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে উত্তরপাড়া-কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছিলেন। তাতে বলা হয়েছিল যে, ওই দুই গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভায় অন্তর্ভুক্তির একাধিক আবেদন তাঁরা পেয়েছেন। পুরসভা লাগোয়া এই দুই পঞ্চায়েত এলাকায় এমনিতেই তাঁদের নানা পরিষেবা দিতে হয়। ফলে এই দুই পঞ্চায়েত এলাকা পুরসভায় অন্তর্ভুক্ত হলে তাঁদের কোনও সমস্যা নেই। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কানাইপুর ও রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকাদুটি নিয়ে জেলা প্রশাসনের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছিল। ওই দুই গ্রাম পঞ্চায়েতের এলাকা ও লোকসংখ্যা সহ নানা তথ্য জানতে চাওয়া হয়েছিল। সেই সব তথ্য জেলা প্রশাসন থেকে পাঠিয়ে দেওয়াও হয়েছে। দুই গ্রাম পঞ্চায়েত এলাকার পরিমাপ, পরিবারের সংখ্যা, জনসংখ্যা সহ ন’দফা তথ্য পাঠানো হয়েছে। এরপর রাজ্য সরকার সবুজ সংকেত দিলেই কানাইপুর ও রঘুনাথপুর উত্তরপাড়া-কোতরং পুরসভার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর