এই মুহূর্তে




ভারত-নেপাল সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার এস এস বি’ র হাতে

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: উত্তরবঙ্গের শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকিতে গ্রেফতার এক বাংলাদেশি।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল এসএসবি।নেপাল এবং ভারত সীমান্তের পানিট্যাংকির(Panitanki) ভারতীয় সীমান্তের এক কিলোমিটারের মধ্যে তাকে গ্রেফতার করে এসএসবির(SSB) জওয়ানরা।এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হেমাল চন্দ্র রায়(emal Candra Roy)।বয়স ২৬ বছর।ধৃত বাংলাদেশের দিনাজপুর জেলার, কাহারোল থানা এলাকার বাসিন্দা।ধৃতর হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় পত্র, একটি ভারতীয় নকল আধার কার্ড, একটি মোবাইল ফোন।

প্রাথমিক ভাবে ধৃতকে জিজ্ঞাসা বাদে এস এস বি জানতে পেরেছে আড়াই মাস আগে সে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল চোরা পথে। ভারতে ঢুকে সে রাজমিস্ত্রির কাজ করছিল। শিলিগুড়ি শহর বাগডোগরা সহ বিভিন্ন এলাকায় সে রাজমিস্ত্রির কাজ করছিল।তবে এক জায়গায় বেশি দিন থাকছিল না ধৃত। বাংলাদেশি ওই যুবক হেমাল চন্দ্র রায় সীমান্তের কাঁটা টোপকে কোন এলাকা দিয়ে ঢুকেছিল এবং কাদের মাধ্যমে এবং কি উদ্দেশ্যে গোটা ঘটনার তদন্তের জন্য ধৃতকে তুলে দেওয়া হয়েছে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে।

গোটা ঘটনার তদন্তে খড়িবাড়ি থানার(Karibari P.S.) পুলিশ। রবিবার দুপুরে তাকে শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হয়।প্রায় প্রতিদিন উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর সহ মালদা ও মুর্শিদাবাদ জেলা থেকে একাধিক বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরা পড়ছে। কোথাও কোথাও আবার গ্রামবাসীরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে বিএসএফের হাতে তুলে দিচ্ছে।এস আই আর রাজ্যে চালু হবে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ওপার বাংলায় পালানোর চেষ্টা করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ