এই মুহূর্তে




কেরালা থেকে সোনার অলংকার ও নগদ টাকা চুরি করে এসে ধরা পরল রানাঘাটে

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: কেরল থেকে সোনার অলংকার ও টাকা চুরি করে পালিয়ে এসেও মিললো না রেহাই। কেরল পুলিশকে সঙ্গে নিয়েই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবকের বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার করল রানাঘাট থানার(ranaghat P.s.) পুলিশ। সূত্রের খবর, গত কয়েকদিন আগে রানাঘাট থানার পায়রাডাঙ্গা এলাকার বাসিন্দা এক যুবক কেরলে কাজে গিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে সোনার গহনা ও টাকা চুরি করে চম্পট দেয়। পরে ওই ব্যক্তি কেরল পুলিশের কাছে অভিযোগ জানালে রানাঘাট পুলিশের সাহায্য চায় কেরল পুলিশ (Kerala Police)।

আর এর পরই বুধবার দুপুরে কেরল পুলিশ রানাঘাটে (Ranaghat) এলে আনুমানিক বেলা ২টো নাগাদ কেরল পুলিশকে সাথে নিয়ে রানাঘাট থানার আইসি এর নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে পায়রাডাঙ্গা(Pyaradanga) উকিলনাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে তল্লাশি চালিয়ে একটি টিনের ঘর থেকে চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার হয়। যার মূল্য প্রায় ৪০লক্ষ টাকার কাছে। ধৃতকে রানাঘাট আদালতে(Ranaghat Court) হাজির করে কেরল পুলিশ রিমাইন্ডে নিয়ে বৃহস্পতিবার রওনা দেয় কেরালার পথে।

যে ব্যক্তির বাড়ি থেকে রানাঘাটের এই যুবক সোনার গয়না চুরি করেছিল সেই ব্যক্তি সুদর্শনম সংবাদ মাধ্যমকে জানান এই গয়নাগুলি তার দুই মেয়ের। তারা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এই গুলি করে ওই যুবক পালিয়ে এসেছিল রানাঘাটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কেরল পুলিশ অবশেষে পশ্চিমবঙ্গের রানাঘাট পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করে গ্রেফতার করল চোরকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বিবেকবোধহীন, অপরিকল্পিত SIR বন্ধ করুন’, BLO-র মৃত্যুতে কমিশনকে আক্রমণ মমতার

মামলাকারীদের ১০ নম্বর দেওয়া হবে না কেন? এসএসসি’র অবস্থান তলব বিচারপতি অমৃতা সিনহার

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ