এই মুহূর্তে




‘দ্রোহের কার্নিভাল’ ঠেকাতে ১৬৩ ধারা শহরের বেশ কিছু অংশে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: এ যেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। সবাই জানে এদিন বিকাল সাড়ে ৪টে থেকে কলকাতার(Kolkata) রেড রোডে(Red Road) আয়োজিত হবে পুজো কার্নিভাল(Durga Puja Carnival)। এমনকি কলকাতা হাইকোর্টেরও(Calcutta High Court) নির্দেশ আছে এই অনুষ্ঠানে কেউ কোনও বিঘ্ন ঘটাতে পারবেন না। তারপরেও প্রায় একই সময়ে রেড রোডেরই উত্তর প্রান্তে থাকা রানি রাসমণি রোডে এদিন Joint Platform of Doctors-দের ডাকে দ্রোহের কার্নিভালের(Treason Carnival) ডাক দেওয়া হয়েছে। তার জন্য বিকাল ৪টে থেকেই জমায়েতের কথা বলা হয়েছে। পুলিশ গতকালই এই জমায়েত নিষিদ্ধ করার কথা জানিয়ে দিয়েছে। এমনকি দ্রোহের কার্নিভালের অনুমতিও দেয়নি। তারপরে কার্যত গায়ের জোরে বাম আর বিজেপির মদতে পুজোর কার্নিভালে বিঘ্ন ঘটাতে দ্রোহের কার্নিভালের আয়োজনে মত্ত জুনিয়র ডাক্তাররা। তাই একরকম বাধ্য হয়েই এদিন সকাল থেকেই কলকাতার বেশ কিছু অংশ ১৬৩ ধারা জারি করে দিল কলকাতা পুলিশ(KP)। এই ১৬৩ ধারা জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে। এই আইনটি পূর্বের ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারার সমতুল্য।

আরও পড়ুন, সিপিএমপন্থী চিকিৎসকদের ব্ল্যাকমেলিংয়ের সামনে মাথা নত করবে না রাজ্য, নির্যাস বৈঠকের

তা কোথায় কোথায় গাউ হয়েছে এই ১৬৩ ধারা? কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে এদিন সারাদিন ধরেই ১৬৩ ধারা জারি থাকবে রানি রাসমণি অ্যাভেনিউ এবং আশপাশের এলাকায়। ওই এলাকায় একসঙ্গে চার জনের বেশি কেউ জড়ো হতে পারবেন না। লাঠি বা কোনও অস্ত্র নিয়েও ঘোরা যাবে না। পাশাপাশি কোনও ধরনের মিছিল, সভা, ধর্না, জমায়েত বা বিক্ষোভও প্রদর্শন করা যাবে না। রানি রাসমণি অ্যাভেনিউ ছাড়াও ধর্মতলার ওয়াই চ্যানেল, নিউ রোড, মেয়ো রোড, আউটরাম রোড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে, জওহরলাল নেহরু রোডে, কুইনস ওয়ে এবং স্ট্র্যান্ড রোডে এই ধারা লাগু করা হয়েছে। ত্রিধারাকাণ্ডে অভিযুক্তদের জামিন দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, পুজোর কার্নিভালে কোনও ভাবেই বিঘ্ন ঘটানো যাবে না। হাইকোর্টের ১১ অক্টোবরের ওই নির্দেশের কথাও স্মরণ করিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। তবে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছে, মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ হচ্ছেই। সেই সঙ্গে জুনিয়র ডাক্তারেরা এ-ও জানিয়েছেন যে, রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল ভেস্তে দেওয়ার কোনও অভিপ্রায় তাঁদের নেই।

আরও পড়ুন, কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে কলকাতার রেড রোডের কার্নিভাল

তাহলে কী হবে দ্রোহের কার্নিভালে? জানানো হয়েছে মানববন্ধন হবে। আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন হবে। ধর্মতলা থেকে মানববন্ধন শুরু হবে। এর শেষ কোথায় হবে তা অবশ্য জুনিয়র ডাক্তাররা জানাননি। তাঁরা বলেছেন শেষ কোথায় হবে তা পরে জানিয়ে দেওয়া হবে। তবে রাস্তার ধারে সেই মানববন্ধন থাকবে। কোনও যানবাহণ আটকানো হবে না, রাস্তা অবরোধও করা হবে না। রেড রোডের কার্নিভালেও কোনও বিঘ ঘটানো হবে না। তবে কলকাতা পুলিশের চিন্তা অন্য জায়গায়। অবস্থানগত দিক থেকে রানি রাসমণি রোড এবং রেড রোড পরস্পরের ৯০ ডিগ্রি কোনাকুনি। ডোরিনা ক্রসিং থেকে গঙ্গামুখী সোজা রাস্তাটি রানি রাসমণি রোড। যা গিয়ে পড়েছে নেতাজি মূর্তির পাদদেশে। তার বাঁ’দিকেই রেড রোড। অর্থাৎ, রেড রোডও এসে মিশেছে নেতাজি মূর্তিরই পাদদেশে। জ্যামিতিক পরিভাষায় পরস্পরের ৯০ ডিগ্রিতে সংঘটিত হবে দুই কার্নিভাল। ‘রাজনৈতিক’ ভাবে মুখোমুখি দুই যুযুধান কার্নিভাল-রেখা আসলে জ্যামিতিক ভাবে পরস্পরকে ছেদ করবে সমকোণে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া ময়দান থেকে সেক্টর V মেট্রোর সূচীতে বদল, কখন ছাড়বে শেষ মেট্রো?

ফর্ম পাননি অনেকে, কমিশনের কাছে ফর্ম বিলির সময়বৃদ্ধির আর্জি

রবির সকালে ফের আগুন, জ্বলছে চাঁদনি চকের সিএসসি’র অফিস

২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ! আরও নামবে তাপমাত্রা

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দেওয়ার অপরাধে ৮ BLO-কে শোকজ, অভিযোগ জানতে হেল্পলাইন চালু কমিশনের

বিশ্বজয়ী রিচাকে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চান মমতা-সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ