এই মুহূর্তে




রবিবার রাজ্য পুলিশে নিয়োগ পরীক্ষা,মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে ট্রেন চলবে সকাল ৭টা থেকে

নিজস্ব প্রতিনিধি: রবিবার ১২ অক্টোবর রাজ্য পুলিশে নিয়োগের পরীক্ষা রয়েছে। হাজার হাজার পরীক্ষার্থী ঐদিন পরীক্ষায় বসবেন। এর দরুন রবিবার সকাল ৭ টা থেকে গ্রীন ও ব্লু লাইনে মেট্রো চলাচল করবে।শুক্রবার মেট্রো রেল (Metro Rail)সূত্রে জানানো হয়েছে, রবিবার পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ১৩৮ বার মেট্রো চলাচল করবে। এর মধ্যে অফ লাইনে ৬৯ বার এবং ডাউন লাইনে ৬৯ বার মেট্রো চলাচল করবে। সাধারণত ছুটির দিনে ১৩০ বার আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল করে থাকে। কিন্তু পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সকাল সাতটা থেকে সকাল নটার মধ্যে ঘন ঘন মেট্রো পরিষেবা দেওয়া হবে। রবিবার সকাল সাতটায় ব্লু লাইনে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামের উদ্দেশ্যে প্রথম মেট্রো যাত্রা করবে। অন্যান্য দিন সকাল ন’টায় প্রথম মেট্রো চলাচল করে। অপরদিকের শহীদ ক্ষুদিরাম থেকে সকাল ন’টা বেজে চার মিনিটের পরিবর্তে রবিবার সকাল সাতটা বেজে ৪ মিনিটে, দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম মেট্রো যাত্রা করবে।

দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের উদ্দেশ্যে সকাল ন’টার পরিবর্তে সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে প্রথম মেট্রো চলাচল করবে। তবে রবিবার শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রাত্রি সাড়ে নটায় শেষ মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রাত নটা বেজে ৩৩ মিনিটে শেষ মেট্রো যাত্রা করবে। এছাড়া শহীদ ক্ষুদিরাম থেকে দমদমের উদ্দেশ্যে মেট্রো রাত ন’টা বেজে ৪৩ মিনিটে যাত্রা শুরু করবে। এর পাশাপাশি গ্রীনলাইনে সকাল ৭টা থেকে রবিবার মেট্রো চলাচল শুরু হবে। সকাল সাতটা থেকে নটার মধ্যে 30 মিনিট অন্তর মেট্রো চলাচল করবে আপ এবং ডাউন লাইনে। রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে সকাল সাতটায় প্রথম মেট্রো যাত্রা করবে। এছাড়া সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানে উদ্দেশ্যে সকাল সাতটা বেজে ২ মিনিটে রবিবার প্রথম মেট্রো যাত্রা করবে। রবিবার গ্রিনলাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর উদ্দেশ্যে রাত্রি ৯টা বেজে ৪৫ মিনিটে শেষ মেট্রো ছাড়বে।

সল্টলেক থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা বেজে ৪৭ মিনিটে। গ্রীন এবং ব্লু লাইনে এই অতিরিক্ত সময় মেট্রো চলাচল করলেও হলুদ লাইনে(Yellow Line) রবিবার স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। তবে রবিবার ছুটির দিন থাকায় বেগুনি এবং হলুদ লাইনে কোন মেট্রো চলাচল করবে না। গ্রীন লাইনের (Green Line)রবিবার ১০৪ টি মেট্রো পরিষেবার বদলে ১১২ টি মেট্রো পরিষেবা মিলবে। এর মধ্যে ৫৬ টি আপ লাইনে এবং ৫৬ টি ডাউন লাইনে পরিষেবা পাওয়া যাবে। রাজ্য পুলিশের পরীক্ষায় পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্যই সাত সকাল থেকে মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

বিদ্যাসাগর সেতু একটানা ৯ ঘন্টা বন্ধ শনি ও রবিবার, মেরামতির জন্য

কালীপুজোর আগে বসতে চলেছে বাজির বাজার, এবার কবে কোথা থেকে কিনবেন গ্রিন বাজি?

খাস কলকাতায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ, নাদিয়ালে গ্রেফতার অভিযুক্ত

কোটি কোটি টাকার জালিয়াতি, কলকাতায় গ্রেফতার বিহারে একাদা বিজেপির সঙ্গী দলের নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ