এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার সরকারের বর্ষপূর্তির দিনেই বিস্ফোরক কুণাল

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে পরিবর্তন ঘটেছে ২০১১ সালে। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় আসীন হয়েছেন বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার অর্থাৎ এদিনই, সেই সরকারের প্রথম বর্ষপূর্তি। অর্থাৎ মা-মাটি-মানুষের সরকারের তৃতীয় দফার সরকারের প্রথম বর্ষপূর্তি। আর এদিনেই কিনা ফেসবুকে(Facebook) সুদীর্ঘ ও বিস্ফোরক এক পোস্ট করে দলকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলে দিলেন দলেরই মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। দল যখন তাল ঠুকছে ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিল্লি দখলের জন্য, দেশ যখন প্রহর গুণছে বিজেপি ও মোদিকে পরাস্ত করে মমতার হাতে দেশের ক্ষমতা তুলে দেওয়ার জন্য, ঠিক তখনই কুণাল বিস্ফোরক হলেন। নিজের পোস্টে জানিয়ে দিলেন, ‘তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক।’ অর্থাৎ পক্ষান্তরে তিনি বুঝিয়ে দিলেন ২০২৪-এ প্রধানমন্ত্রী হতে পারছেন না মমতা।

কুণাল এদিন তাঁর পোস্টে অনেক কথাই লিখেছেন। বলেছেন, ‘আত্মতুষ্টির জায়গা নেই। আত্মসমালোচনার জায়গায় গুরুত্ব দিতে হবে। দল বড়, সরকার বড়, আরও জয়, আরও দায়িত্ব, আরও কাজ, কর্মযজ্ঞ চলছে । ৯৯% কাজ ভালো। ১%  ভুল থাকলে ব্যবস্থা হচ্ছে এবং হবে। যে কর্মী, সমর্থক, সংগঠকরা ২০২১-এর চরম ঝুঁকির যুদ্ধে জান কবুল লড়াই দিয়েছেন, তাঁদের সম্মান, মর্যাদা, অধিকারবোধ সত্যিই স্বতন্ত্র। দলে রাজনৈতিক সচেতনতাটাকেই অগ্রাধিকার দিন। দেওয়া হয়। ক্ষমতায় থাকার জন্য মুষ্টিমেয়র মধ্যে যদি ব্যক্তিসমীকরণের প্রশাসনিক লাভক্ষতির হিসেব অগ্রাধিকার পায়, তবে তা বর্জ্যনীয়। আর সতর্ক থাকুন, চারপাশে কারা আসছে, তারা কারা, কী চায়। এই সতর্কতার ছাঁকনি যে কোনও ক্ষমতাসীন দলে জরুরি, তৃণমূলেও জরুরি এবং তৃণমূল নজর রাখছে বলেই বারবার তিনবার মানুষ আশীর্বাদ করছেন।’ তারপরেই তিনি লিখেছেন, ‘মাথার ওপর দিদি, লিডার, দলের প্রাণ, মুখ, শেষ কথা। রয়েছেন তরুণতুর্কী, ক্যাপ্টেন অভিষেক। এবং রয়েছেন নেতা, কর্মী, সমর্থক, দরদীর তৃণমূল পরিবার। উপসংহার একটাই। শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল কংগ্রেস(TMC) ভরসা।’

উপসংহার টেনেও অবশ্য থামেননি কুণাল। কেননা তারপরেই টেনে এনেছেন সবথেকে বিতর্ক বিষয়টি যা তৃণমূলকে তীব্র অস্বস্তুর মুখে ফেলে দিয়েছে এই বর্ষপূর্তির দিনে। তিনি লিখেছেন, ‘২০২১-এর লড়াই তৃণমূলকে অনেক পরিণত করেছে। উচ্চতা দিয়েছে। মানুষ চিনিয়েছে। বিপদ বুঝিয়েছে। আত্মবিশ্বাস দিয়েছে। তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক(Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি। তবে তার মধ্যে যদি দিল্লির এবং দেশের দায়িত্ব নিতে হয়, তাহলে পরিস্থিতি আরেকরকম তো হবেই। তৃণমূল কংগ্রেস পরিবারের জনমুখী এবং দায়িত্বশীল আচরণ এই হিসেবকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে। মমতাদির লড়াইকে কুর্নিশ। অভিষেককে অনেক শুভেচ্ছা।’ কুণাল মমতাকে যতই কুর্ণিশ আর অভিষেককে যতই শুভেচ্ছা জানাক না কেন নিজের পোস্টে কুণাল বুঝিয়ে দিয়েছেন, ২০২৪-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখা যাবে না দিল্লিতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজবংশী ভোট উদ্বেগে রাখছে পদ্মশিবিরকে, ভাবাচ্ছেন অনন্ত মহারাজ

২ বাইকের মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল টোটো, নিহত ৩ যুবক, আহত ২ যাত্রী

ভোটের আগেই ভিন্ন চিত্র , বিজেপি কর্মীর বাড়িতে  মধ্যাহ্নভোজন সারলেন তৃণমূল বিধায়ক

উজ্জলা যোজনা প্রকল্পের গ্রাহকদের ঘিরে সংশয়ে বিজেপি নেতৃত্বই

 বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, নির্বাচনের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ  

চাকরি খোয়ানো ঋণগ্রহীতাদের বাড়ি বাড়ি নোটিস যাবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর