এই মুহূর্তে




পার্থ-অর্পিতা-কুন্তল ত্রিকোন সম্পর্ক আর ১০০টা গাড়ি




নিজস্ব প্রতিনিধি: পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chattopadhay) সূত্রেই ইডির আধিকারিকেরা খোঁজ পেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukhopadhay)। আর সেই পথ ধরেই বাংলার মানুষ দেখতে পেয়েছিল এই অচেনা অভিনেত্রীর বিপুল সম্পত্তি, বিপুল ব্যাঙ্ক ব্যালেন্স, একাধিক বাড়ি ও একাধিক গাড়ির। এবার সেই একই ছবি উঠে আসছে নিয়োগ দুর্নীতির ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ED) হাতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের(Kuntal Ghosh) ক্ষেত্রেও। হুগলি জেলার এই যুব তৃণমূল নেতাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। তাঁদের দাবি, নামে-বেনামে কমপক্ষে ১০০টি বিলাসবহুল গাড়ির মালিক কুন্তল। এত গাড়ি নিয়ে কী করতেন তিনি? সেই সব গাড়ি এখন কোথায় রয়েছে? আর এত গাড়ি কেনার টাকাই বা তিনি কোথায় পেলেন? এই সব প্রশ্নের উত্তর এখন কুন্তলের কাছ থেকে জানতে চেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরেটের আধিকারিকেরা। তাঁদের এটাও দাবি, কুন্তল এই গাড়িগুলি বিভিন্ন প্রভাবশালীকে ‘উপহার’ দিতেন। আদালতে কুন্তলকে নিয়ে এমনই দাবি ইডির। সব থেকে বড় কথা, পার্থ’র অর্পিতার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন কুন্তল। 

আরও পড়ুন মমতা পেরেছেন, মোদি ফেল করেছেন, বিজেপি বিমুখ তরুণীরা

শুক্রবার তদন্তকারী সংস্থার তরফে আদালতকে জানানো হয়, কুন্তলের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। একটি  সেভিংস ও অপরটি কারেন্ট। দুটি অ্যাকাউন্টে মোট ৬ কোটি ৫০ লক্ষ টাকারও বেশি নগদে জমা করেছিলেন কুন্তল। ফরেন্সিক ও সায়েন্টিফিক অডিট(Scientific Audit) পদ্ধতি ব্যবহার করে বেশ কিছু তথ্য এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। তাতেই জানা গিয়েছে, দু’টিই বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট। তার মধ্যে একটি কুন্তলের নিজের নামে। অপরটি রয়েছে তাঁর নাবালিকা কন্যার নামে। দু’টি অ্যাকাউন্টেই ওই বিরাট অঙ্কের টাকা নগদে জমা পড়েছে। কিছুদিনের মধ্যে ওই টাকার একটা অংশ বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ঘটেছে এই ঘটনা। যদিও শুক্রবার আদালতে দাঁড়িয়েই কুন্তল জোর গলায় দাবি করেন, তাঁর কোনও সম্পত্তি নেই। কিন্তু ইডির দাবি, ইতিমধ্যেই কুন্তলের নামে ও বেনামে বেশ কিছু ফ্ল্যাট সহ স্থাবর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কুন্তলের যে নিবিড় যোগাযোগ ছিল, সে বিষয়ে নিশ্চিত ইডির আধিকারিকরা। অর্পিতার সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়েছিলেন কুন্তল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নাকি সেই সম্পর্কের পথে কাঁটা হয়ে দাঁড়ান। তার জেরেই অর্পিতার জীবন থেকে সরে যান কুন্তল। থেকে যান শুধুই পার্থ।

আরও পড়ুন দুয়ারে দুয়ারে ‘দিদির দূত’ অরাজনৈতিক ব্যক্তিরাও

তবে সেই ঘটনার পরেও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ ভালই যোগাযোগ ছিল কুন্তলের। পার্থবাবুর নাকতলার বাড়িতে নিয়মিত টাকা নিয়ে যেতেন কুন্তল। তৎকালীন শিক্ষামন্ত্রীকে ‘খুশ’ রাখতে শুধু টাকা দিয়েই ক্ষান্ত থাকতেন না যুবনেতা! ইডি সূত্রে দাবি, একবার ২৫ কেজি ইলিশ মাছ ‘ভেট’ নিয়ে নাকতলায় হাজির হয়েছিলেন কুন্তল।  পার্থবাবু যে খাদ্যরসিক, সে কথা বিলক্ষণ জানতেন ওই যুবনেতা। তাই মন্ত্রীমশাইয়ের রসনাতৃপ্তির আয়োজনে খামতি রাখেননি তিনি। এখন ইডির আধিকারিকেরা কুন্তলের কাছ থেকে মূলত জানতে চাইছেন, তাঁর ও তাঁর নাবালিকা মেয়ের নামে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া সাড়ে ৬ কোটি টাকা এখন কোথায়? কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ হয়েছে ওই টাকা? কোন কোন এজেন্ট ‘ভাগ’ পেয়েছে? কুন্তল যাঁদের বিলাসবহুল গাড়ি উপহার দিতেন, সেই প্রভাবশালী কারা? তাঁদের আত্মীয়রাও কি কুন্তলের কাছে গাড়ি পেয়েছেন? এই ‘উপহার’ দেওয়ার বিনিময়ে কুন্তলের কী ‘প্রাপ্তি’ হতো? তদন্তকারীদের ধারণা, এই প্রক্রিয়ায় কুন্তলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও মাস্টারমাইন্ড ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ই।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের

ধান্যকুড়িয়ার বল্লভ রাজবাড়ির দিঘির পাড়ে ঠাকুর – চাকরদের ঘরগুলি জঙ্গলে পরিণত হয়েছে

দুর্গাপুজোর আগে দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরালেন বিধায়ক ও চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়

শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ঘনিয়ে আসছে দুর্যোগ, পুজোয় ভাসবে কলকাতা

নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল,ভারী যান চলাচল বন্ধ

মাটির দুর্গা নয়, জলপাইগুড়িতে এবার বাজিমাত করবে জীবন্ত দুর্গা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর