এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

উত্তরবঙ্গ রাজ্য বাজেটে কী পেল, দেখে নিন

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে বিজেপি(BJP)র উত্থান উত্তরবঙ্গের(North Bengal) গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কেননা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁরা যেমন সেখানকার ৮টি আসনের মধ্যে ৭টিতেই জয়ী হয়েছিল তেমনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁরা উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩০টি আসনে জয়ী হয়। যদিও সেই নির্বাচনের পরে হওয়া শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন কিংবা শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে বিজেপিকে মুখ থুবড়ে পড়তেও দেখা গিয়েছে। এমনকি পুরসভা নির্বাচনেও তাঁরা আর কোনও ভেলকি দেখাতে পারেনি। কিন্তু সেই নির্বাচনের পরেও বিজেপির একের পর এক নেতা, সাংসদ, বিধায়ক যেমন রাজ্য ভাগের দাবি তুলছে তেমনি তাঁরা বার বার সরব হয়েছে উত্তরবঙ্গ বঞ্চিত থাকছে। বুধবার ছিল রাজ্য বাজেট। এদিন সেই বাজেটেই(State Budget) কিন্তু উত্তরবঙ্গের জন্য একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারকে।

আরও পড়ুন লক্ষীর ভাণ্ডার প্রাপকদের ৬০ বছর পার হলেই মিলবে বার্ধক্য ভাতা

এদিনের বাজেটে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের জন্য ৮২৩.২৯ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করা হয়েছে। এই টাকা উত্তরবঙ্গের পার্বত্য এলাকা বাদে বাকি ৫১টি বিধানসভা কেন্দ্রের জন্য বরাদ্দ হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের জন্য ১৩ হাজার ৬৮৬.০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সূত্রে জানা গিয়েছে ওই টাকার মধ্যে প্রায় ৫০ কোটি টাকা পাহাড়ের উন্নয়নের জন্য বরাদ্দ হতে পারে। রাজ্যের বন দফতরের জন্য এবারের বাজেটে বরাদ্দ হয়েছে ৯৭৬.২১ কোটি টাকা। এই টাকারও প্রায় ৬০ শতাংশ টাকা উত্তরবঙ্গের জন্য খরচ করা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ দফতরের জন্য ২ হাজার ২৪২.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখান থেকেও একটা বড় অংশের টাকা বরাদ্দ হবে উত্তরবঙ্গের জনজাতিদের নানা উন্নয়নমূলক প্রকল্পের জন্য। এর বাইরেও রাজ্যের প্রায় প্রতিটি দফতরের বরাদ্দও পাবে উত্তরবঙ্গের জেলাগুলি। তার মধ্যে যেমন গ্রামীণ রাস্তা থাকছে তেমনি থাকছে পাকা রাস্তা ও সেতু নির্মাণের মতো বিষয়গুলিও। আছে স্বাস্থ্য ও শিক্ষার বিষয়ও।

আরও পড়ুন পর্যটন শিল্পের বিকাশে ৪৯১.৬৬ কোটি টাকা বরাদ্দ বাজেটে

তবে এদিনের বাজেটে পাহাড়ের চা-বাগানের শ্রমিকদের(Tea Garden Labour) জন্য বড় বার্তা দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, পাহাড়ের নানা চা-বাগানে দীর্ঘদিন ধরে যে সব শ্রমিক পরিবার বসবাস করছে সেই পরিবারকে এবার তাঁদের বাসভূমির জমির পাট্টা প্রদান করবে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে চা-বাগানের শ্রমিকেরা এই দাবি তুলে আসছিলেন। এবার সেই দাবিকেও মান্যতা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে এই লক্ষ্যপূরণের জন্য ইতিমধ্যেই পাট্টা বিলির ক্ষেত্রে বন্ধ ও লিজ়ের মেয়াদ পেরনো বাগানকে চিহ্নিত করেই কাজ শুরু করেছে প্রশাসন, যাতে কোনও আইনি জটিলতা বাধা না হয়। তা ছাড়া, বাগানের বস্তি এলাকাগুলিতেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। পাহাড়ের দু’টি বাগানে এ ব্যাপারে জোর দেওয়া হয়েছে। পাহাড়ে ওই দু’টি বাগান হল ধোত্রে এব‌ং সিমরিকপানি। একই সঙ্গে এটাও জানা গিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সে সময় তাঁর হাত দিয়েই পাট্টা বিলির কাজ শুরু হয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঞ্চনের সঙ্গে কল্যাণের ব্যবহার  নিয়ে মুখ খুললেন শ্রীময়ী  

‘পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে’, কটাক্ষ অভিষেকের

‘খলিস্তানি বলার প্রতিবাদ করেননি কেন’, আলুওয়ালিয়াকে প্রশ্ন ছুঁড়লেন মমতা

‘কেন চকোলেট বোমা ফাটলেও CBI, NSG-র দরকার পড়ে’, সন্দেশখালি কাণ্ডে সরব মমতা

বিজেপি নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, ভোটের মুখে হাসনাবাদে ছড়াল উত্তেজনা

দুর্গাপুরে ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী, হেলিকপ্টারে বসতে গিয়ে বিপত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর