এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘আধার কার্ড থাকুক বা না থাকুক, আমরা আমাদের পরিষেবা চালিয়ে যাব’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: হুটহাট বাড়িতে চিঠি চলে আসছে। তাতে জানানো হচ্ছে, আপনার আধার কার্ড(Aadhar Card) বাতিল করা হচ্ছে। আধার কার্ডের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ The Unique Identification Authority of India বা UIDAI জানিয়েছে, যাদের আধার কার্ড হওয়ার ১০ বছর পরেও কোনও আপডেট করা হয়নি কেবলমাত্র তাঁদের আধার কার্ডই নিস্ক্রিয় করা হচ্ছে। বাতিল নয়। নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে তা আপডেট করলেই তা আবারও সক্রিয় হয়ে যাবে। নাহলে তা বাতিল হবে। কিন্তু অভিযোগ উঠছে, বেছে বেছে পূর্ব বঙ্গ থেকে আসান মানুষজন্দের বাড়িতেই সেই চিঠি যাচ্ছে। তা সে তিনি হিন্দু হোন কী মুসলিম। সেই ঘটনা নিয়েই এদিন অর্থাৎ রবিবার বীরভূম(Birbhum) জেলার সিউড়ি(Suri) শহরের বুকে সভা থেকে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাফ জানালেন, ‘অনেকের আধার কার্ড বাতিল করা হচ্ছে। বাড়িতে বাড়িতে চিঠি পাঠাচ্ছে। কিন্তু কেউ ভয় পাবেন না। আধার কার্ড থাকুক বা না থাকুক, আমরা আমাদের পরিষেবা চালিয়ে যাব।’

কিছুদিন আগেই রাজ্য বিধানসভায় বাজেট বিতর্কে অংশে নিয়ে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আধার কার্ড বাতিল করে দিয়ে আসলে ভোট না দিতে দেওয়ার জমি তৈরি করছে বিজেপি। সেই থেকেই আশঙ্কা দেখা দিয়েছিল যে যাদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাঁরা কী আর রাজ্য সরকারের কোনও আর্থসামাজিক প্রকল্পের সুযোগসুবিধা পাবেন না। সেই আশঙ্কা নির্মূল করতেই এদিন সিউড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘আমার কাছে খবর আছে অনেকের আধার কার্ড লিংক কাটা হয়েছে। জামালপুরে ৫০ জনের, বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে. উত্তর ২৪ পরগনাতে কাটা হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনাতেও কাটা হচ্ছে। উত্তরবঙ্গেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আঁধার। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না। তুমি কোনও সুযোগ পাবে না। রেশন পাবে না। ভোট দিতে পাবে না। ব্যাঙ্ক থেকে লোন পাবে না।’ এরপরেই কেন্দ্রকে নিশানা বানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোন অধিকারে তুমি কাউকে না বলে আধার কার্ড কাটছ? লজ্জা করে না? ভোটের আগে তাঁরা যাতে ব্যাঙ্কের মাধ্যমে টাকা না পায়? লক্ষ্মীর ভাণ্ডার না পায়? তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার মুখ্যসচিব সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড-নো আধার কার্ড, আমাদের কোও স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে রাজ্য সরকার চালিয়ে যাব, আর যে কাজটি দিল্লি করছে, ওদের থোতা মুখ ভোঁতা করে দেব।’

এর পরেই রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘অংসখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলছি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না, যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনও ছলনা আছে। ভয় পাবেন না আমি আছি। যদি ব্যাঙ্ক বলে আধার কার্ড কাজ করব না। দরকার হলে ব্যাঙ্ক ছাড়া কাজ করব। আমাদের তো সমবায় ব্যাঙ্ক তো আছেই। সবাইকে বলছি, যার যার আধার কার্ড বাতিল হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের জানান। খুব শীঘ্রই আমরা একটা পোর্টাল চালু করছি। সেখানে জানাবেন আপনাদের আধার কার্ড বাতিল হয়েছে। বাকিটা আমি বুঝে নেব। সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন। যারা ভোটার লিস্টের কাজের সঙ্গে যুক্ত আছেন তাঁরা ভালো করবে নাম তুলবেন সকলের। আবার NRC করার চক্রান্ত হচ্ছে। কা কা করতে শুরু করেছে আবার। এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না। মানুষ যাতে লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্যে রেশন না পায় সেই জন্য এই চক্রান্ত। আমাদের যাবতীয় পরিষেবা চালু থাকবে। আধার লিঙ্ক থাকুক বা না থাকুক রাজ্যের সমস্ত পরিষেবা পাবেন। মানুষ কোনও সুবিধা থেকে বঞ্চিত হবেন না, আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিলাম।’ 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর