এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘৪ জুন গেলে চুনচুনকে অ্যারেস্ট করেগা, আমরা আপনাকে ভয় পাই না’, মোদির পাল্টা মমতা

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে সভা করতে এসে বলে গিয়েছেন ৪ জুনের পরে বেছে বেছে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হবে। ১০ বছরে দেশ নাকি শুধু ট্রেলার দেখেছে, আগামী দিনে তাঁরা সিনেমা দেখবে। মোদির সেই হুমকির জবাব দিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার রায়পুর থেকেই সেই জবাব তিনি দিয়েছেন। জানিয়েছেন, ‘মোদিজী আপনি প্রধানমন্ত্রী। আপনি ভাল থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। কিন্তু একজন প্রধানমন্ত্রীর মুখে কি শোভা পায় ৪ জুন হয়ে গেলে চুনচুনকে অ্যারেস্ট করেগা, সবকো জেল মে ভেজে গা। আরে অভি তো হিন্দুস্তানকো জেল বনা দিয়া আপনে। লোকতন্ত্র, গণতন্ত্র কো জেল বানা দিয়া পহেলে হি। হর জাগা মে জেল বানা দিয়া। আপকা এক পকেট মে NIA, আরেক পকেট মে CBI। এক পকেট মে ED তো অউর পকেট মে Income Tax। ধমকি দিচ্ছেন কাকে? আমরা ভয় পাই না। আমাদের ৫ জন গ্রেফতার হবে তাঁদের স্ত্রীরা রাস্তায় নামবেন।’

এদিন মমতা কার্যত মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘আপনি বলেন মোদি কা গ্যারান্টি। মোদির গ্যারান্টি জুনের পর সকলকে জেলে পাঠানো। শুধু মোদিবাবু বাইরে থাকবেন। বাকিরা জেলে। আপনি তো বেশ বড় মুখে সব জায়গায় বলে বেড়াচ্ছেন আপকে বার ৪০০ পার। অতই যদি আত্মবিশ্বাস থাকে তাহলে কেন হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছেন? হেমন্তের স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। দেশে একমাত্র ট্রাইবাল চিফ মিনিস্টার ছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করেছেন। কোনও ব্যাপার নয়, আরও অনেক ভোটে জিতে ফিরবেন ওনারা। আমাদের এজেন্টকেও গ্রেফতার করছেন।অকিন্তু এভাবে জেতা যায় না। ক্ষমতা থাকলে মানুষের ভোটে জিতুন। আপনি হুঙ্কার দিচ্ছেন? এটা আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন। গণতন্ত্রের জন্য ওটা কার্বনডাই অক্সাইড। এটা ভোটে কাজ করে না। আর ভোটের পর এখানে তো আমাদের সরকার থাকবে। আপনারা বলছেন ভোটের পর জেলে পাঠাবেন, আমরাও তো বলতে পারি আপনাদের লোকজনকেও জেলে পাঠাব। কিন্তু আমি কি একথা বলেছি? কারণ আমি এটা বিশ্বাসই করি না।’

আর পাশাপাশি মমতা জানিয়েছেন, ‘আমার সঙ্গে ভালভাবে কথা বললে বাড়ির বাসনও মেজে দেব। আমি বাসন মাজতে ভালবাসি, রান্না করতে ভালবাসি। আমি ধামসা মাদল হারমোনিয়াম ক্যাসিও বাজাতে ভালবাসি। আমি বাঁশি বাজাতে ভালবাসি। আমি লিখতে ভালবাসি। আমি দাম্ভিক নই আপনাদের মতো। আপনি মোদি কা গ্যারান্টি দিয়ে বলেন ৪ জুন কে বাদ সবকো জেল মে ভর দে গা। আমাদের গ্যারান্টি মা মাটি মানুষ, মমতা ব্যানার্জি নয়। আই এম নো বডি। আমি তো মানুষের পরিবারের একজন সদস্য। আমার গ্যারান্টি মানুষ। মানুষের গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু। কথার কথা বলুন। হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা রয়াল বেঙ্গল টাইগার। আমরা লড়াই করলে লড়াই সামলানোর ক্ষমতা কারও নেই। গণতান্ত্রিক ভাষায় কাজ করুন, গ্রেফতারি বন্ধ করুন। আমরা বলি কী নতুন সংসদভবনটা এখনই জেল করে দিন। আপনি কাকে হুমকি দিচ্ছেন। আমরা আপনার হুঙ্কারে ভয় পাই না। আপনি তো এখনই গোটা দেশকে জেল বানিয়ে ফেলেছেন। মনে রাখবেন রাখবেন আমরা রয়াল বেঙ্গল টাইগার। আর মৃত বাঘের তুলনায় আহত বাঘ কিন্তু আরও সাংঘাতিক। আমরা লড়াই করলে, তা সামলানোর সাহস কারও নেই। গ্রেফতারি বন্ধ করুন। দুনম্বরি কাজ বিজেপি কর্মীদের করতে বারণ করুন। এজেন্সি দিয়ে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছেন। গোটা দেশে জেল বানান, আমরা আপনাকে ভয় পাই না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর