এই মুহূর্তে

বইমেলা উদ্বোধনে ছক্কা হাঁকালেন মমতা, SIR হয়রানি নিয়ে প্রকাশিত বই

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। ৪৯ বার ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করা হয়েছে। এই বইমেলায় ৬টি বই প্রকাশ মুখ্যমন্ত্রীর। প্রতি বইমেলাতে নিজের লেখা বই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবারও তাঁর অন্যথা হয়নি। একটি -২টি নয়, ৬টি বই প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের থিম- কান্ট্রি আর্জেন্টিনা।

প্রশাসনিক কাজ যেমন সামলান, তেমন ছবি আঁকেন। আবার বইও লেখেন। ১০০-র বেশি বই প্রকাশ হয়ে গিয়েছে তাঁর। বৃহস্পতিবার উদ্বোধনী মঞ্চে তাঁর আরও ৬টি বই প্রকাশ হয়েছে। ৪৬ তম বইমেলাতেও ৬টি বই প্রকাশিত হয়েছিল। এবারও ৬টি বই প্রকাশিত হয়েছে। এবার বইমেলায় নেই আমেরিকা ও বাংলাদেশের স্টল। তাৎপর্যপূর্ণভাবে রয়েছে চিন। আগেরবার ২৭ লক্ষ মানুষ বইমেলাতে এসেছিলেন। এদিন তিনি বলেন, এবারে মেলায় ১১০০টি স্টল রয়েছে। বইয়ের কোনও ভৌগলিক সীমা নেই।

এদিন বইতীর্থ তৈরি করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন। বইমেলার ৫০ বছরের আগে বইমেলা প্রাঙ্গনে বইতীর্থ তৈরি করার কথা বলা হয়েছে। ৪৯ তম আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠানে ৬টি বই প্রকাশ করলেন তিনি। আরও ৩টি বই প্রকাশিত করা হবে। প্রকাশিত ৬টি বইয়ের নাম- SIR ছাব্বিশে ছাব্বিশ, আমার রেলবেলা, বাংলার প্রকৃতি মা, ইংরেজিতেও পাওয়া যাবে বইটি। আরও একটি বই আমাদের পাড়া, আমাদের সমাধান, কথা ভাণ্ডার প্রথম পর্ব, পূণ্যভূমির বাংলা। 

বইমেলায় এবছর বাড়তি ভিড়ের সম্ভাবনা রয়েছে। তার কারণ মেট্রো পরিষেবা। হাওড়া থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে বইমেলা প্রাঙ্গণে। নিরাপত্তা রক্ষায় রয়েছে পুলিশের ছয়টি স্পেশাল বাহিনী। আগামী বছর কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী বর্ষ তাই তার আগের বছর বাড়তি আবেগ রয়েছে এই মেলা ঘিরে। ছোট বড় মিলিয়ে হাজারেরও বেশি স্টল রয়েছে এখানে। প্রায় কয়টি দেশ অংশ নিচ্ছে এই বইমেলায়। বিধান নগর পুলিশ কমিশন আর এর পক্ষ থেকে জানানো হয়েছে ভির নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। হাজারের বেশি ফোর্স মোতায়েন রয়েছে। সঙ্গে থাকছে সাদা পোশাকের পুলিশ, আন্টি ক্রাইম, নাইটগার্ড, উইনার্স, স্কুটার ইত্যাদি টিম।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে ৭ বছরের জেল ও মোটা টাকা জরিমানা

দেবতা রূপে পূজিত নেতাজি, ভোগে কেক-পায়েস-পিঠে

তিন কলেজকে একসঙ্গে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়, প্রস্তাবে রাজি মুখ্যমন্ত্রী

সরস্বতী পুজো ও নেতাজি জন্মজয়ন্তীতে তালাবন্দি সরকারি স্কুল,চরম লজ্জার ছবি

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অগ্রাহ্য, গ্রেফতারি পরোয়ানা জারি হবে রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে?

প্রথাগত পৌরোহিত্য নয়, ইউটিউব দেখে শিখে বাগদেবীর পুজো করলেন চন্দননগরের ছাত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ