এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ঝাড়গ্রাম থেকেই তিন ভাষার ফর্মুলার কথা জানালেন মমতা

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহের সোমবার নবান্নে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই রাজ্যে থাকা বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য যেমন শিক্ষা কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়, তেমনি সব ইংরেজিমাধ্যম স্কুলে বাংলা পড়ানোর ওপর নির্দেশ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। কিন্তু তা নিয়ে রাজ্যের শিক্ষামহলে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। সেই সব প্রশ্নের এদিন উত্তর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি ঝাড়গ্রামে(Jhargram) বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। সেই মঞ্চ থেকেই তিনি স্কুলে স্কুলে বাংলা পড়ানোর বিষয়টি নিয়ে যা বলার তা বলে দেন। কার্যত তুলে ধরেন রাজ্য সরকারের গৃহীত শিক্ষানীতির অন্যতম স্তম্ভটি। আর তা হল তিন ভাষার ফর্মুলা(3 Language Formula)।

আরও পড়ুন ‘বিজেপি তুমি ভারত ছাড়ো’, ঝাড়গ্রাম থেকে কড়া বার্তা মমতার

এদিন মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠান থেকে বলেন, ‘কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বলছে। আমরা সেটা বলিনি। এটা নয় যে কারও ওপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। ক্যাবিনেটে আমরা তিন ভাষা বা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। যাঁরা বাংলা মিডিয়ামে পড়ে তাঁদের প্রথম ভাষা বাংলা। আর দুটো তাঁরা যে কোনও ভাষা নিতে পারে। প্রথম ভাষা হতে পারে মাতৃভাষা(Mother Tongue) বা আঞ্চলিক ভাষা। বাকি দু’টোর ক্ষেত্রে পড়ুয়ারা নিজের ইচ্ছেমতো ভাষা বাছাই করে নিতে পারবে। কারও ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। বাংলায় বেশিরভাগ বাংলা মিডিয়াম স্কুল। ধরুন কেউ বাংলা মিডিয়ামে পড়ে। তার তো প্রথম ভাষা বাংলা। বাকি দুটো ভাষা যা ইচ্ছে নিতে পারে। কোনও অসুবিধা নেই। এগুলো অপশনাল। যদি কেউ অলচিকি মিডিয়ামে পড়ে, তাহলে অলচিকি তাদের প্রথম ভাষা। বাকি দুটো যা ইচ্ছে নিতে পারে। দার্জিলিংয়ে নেপালি ভাষায় পড়বে। বাকি দুটো যা ইচ্ছে নিতে পারবে। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলায় প্রথম ভাষা নিজের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। দ্বিতীয় ও তৃতীয় ভাষা যা ইচ্ছে হতে পারে। এটা নিয়ে ভুল তথ্য প্রচার করবেন না।’

আরও পড়ুন কান্তির খাস তালুকে ৪৪ বছর বাদে ক্ষমতা দখল তৃণমূলের

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা অষ্টম শ্রেণি পর্যন্ত অলচিকি মাধ্যমে পড়ে অলচিকি তাদের প্রথম ভাষা। পরে আরও দুটো ভাষা নেওয়ার সুযোগ থাকবে। তেমন ভাবে যার প্রথম ভাষা রাজবংশী, নেপালি, তারাও একইভাবে পড়তে পারবে। বাংলায় আমরা বাস করি। তার মানে এটা নয় যে কারোর ওপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। শুধু মনে রাখতে হবে তিন ভাষার ফর্মুলায় মাতৃভাষা থাকবে এক নম্বরে। বাকি দুটো বিষয় ছাত্ররা বেছে নেবে। অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। সাঁওতালি, নেপালি, রাজবংশী, বাংলার মতো যে কোনও ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নিতে হবে। বাকি দুটি ভাষা থাকবে ঐচ্ছিক(Optional)। সাঁওতালি ভাষার জন্য রাজ্য উচ্চ শিক্ষা দফতরে ডেডিকেটেড ব্রাঞ্চ তৈরি করা হচ্ছে। ঝাড়গ্রামের ব্লকে ব্লকে একটি করে সাঁওতালি মাধ্যম স্কুল তৈরি করা হবে, সেখানে হস্টেলের সুবিধাও থাকবে। একইসঙ্গে সেখানে ইংরেজিও পড়ানো হবে। সরকারি অনুমোদিত বি.এড কলেজও এখানে শুরু করা হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী বিজেপিতে যোগদানের পরেই জগন্নাথ সরকারকে বেনজির আক্রমণ মুকুটমণির

বহরমপুরে রোড শো’ তে বেরিয়ে লস্যিতে চুমুক ইউসুফ পাঠানের

দেবাংশুর প্রচারে গিয়ে আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ,প্রতিবাদে নন্দীগ্রামে পথ অবরোধ

বেলঘরিয়ায় ভোট প্রচারে সুজন চক্রবর্তীর ‘সাদা চুল’ নিয়ে কটাক্ষ মদন মিত্রের

স্বামীকে ব্রাউন সুগার খেতে বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে মারল শ্বশুরবাড়ির লোকজন

মঙ্গলবারের পর থেকে বঙ্গে দুর্যোগ কাটবে, বাড়বে ধীরে ধীরে তাপমাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর