এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১২ বছর পূর্ণ প্রথম শপথের, ট্যুইটে বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে পূর্ণ হল ১২ বছর। ২০১১ সালের ২০ মে তারিখেই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবারের জন্য শপথ নেন বাংলার অগ্নিকন্যা তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আজ সেই দিনের ১২ বছর পূর্ণ হল। আর ঘটনাচক্রে এদিনেই বাংলার নিয়োগ দুর্নীতির ঘটনায় তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। অনেকেই মনে করছেন এদিন তদন্তে সহযোগিতা না করলে তিনি গ্রেফতারও হতে পারেন। যদিও অভিষেক সম্পূর্ণ ভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এই আবহেই এদিন ট্যুইট(Tweet) করে বার্তা দিলেন মমতা। সেই ট্যুইটে তিনি লিখেছেন, ‘এই দিনে, ২০১১ সালে, আমরা ৩৪-বছরের পুরাতন দানবীয় শাসনকে প্রতিস্থাপন করতে এবং পশ্চিমবঙ্গে মা মাটি মানুষ সরকার গঠনের শপথ নিয়েছিলাম। আমরা আজ ফের অঙ্গীকার করছি  এবং জনগণের জন্য নিজেদেরকে উৎসর্গ করছি। কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের এজেন্সি-রাজ আমাদের কাজকে চ্যালেঞ্জিং করে তোলে, কিন্তু সারাদেশে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে হাঁটছেন। দীর্ঘজীবী হোক ২০ মে।’

আরও পড়ুন নিজাম প্যালেসে অভিষেক, শুরু জিজ্ঞাসাবাদ

২০১১ সালে ৬ দফায় বাংলার বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল ১৮ এপ্রিল, শেষ হয়েছিল ১০মে। ১৩ মে হয়েছিল গণনা ও ফলপ্রকাশ। সেদিন ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে দিয়েছিলেন বাংলার অগ্নিকন্যা। তৃণমূল একাই পেয়েছিল ১৮৪টি আসন। সহযোগী কংগ্রেস পেয়েছিল ৪২টি আসন। এসইউসি(আই) পেয়েছিল ১টি আসন। অপরপক্ষে বামফ্রন্ট পেয়েছিল ৬২টি আসন। এর মধ্যে সিপিআই(এম) পেয়েছিল ৪০টি আসন। ফ্রন্টের মেজ শরিক ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ১১টি আসন, সেজ শরিক আরএসপির কপালে জুটেছিল ৭টি আসন। সিপিআই পেয়েছিল মাত্র ২টি আসন। ১টি করে আসন জুটেছিল এসপি ও ডিএসপির কপালে। গোর্খা জনমুক্তি মোর্চা পেয়েছিল ৩টি আসন। ২টি আসনে জয়ী হন নির্দল প্রার্থীরা। বিজেপি সেই নির্বাচনে খাতাই খুলতে পারেনি। ওই নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৮.৯৩ শতাংশ ভোট। অপরদিকে বামেদের কপালে জুটেছিল ৩০.০৮ শতাংশ ভোট। সেই দিনের ১২ বছর পূর্ণ হওয়ায় এদিন সকাল থেকেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়া উচিত ছিল ঘাসফুলের অন্দরে। কিন্তু এদিনই অভিষেককে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হওয়ায় আপাতত সেখানে শুধুই উদ্বেগ ছেয়ে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তীব্র দাবদাহ থেকে পুলিশ আধিকারিকদের বাঁচাতে হাওড়া সিটি পুলিশের বিশেষ কিট প্রদান

কার ভোটে সুমিতা থাবা বসাবেন, হিসাব কষছে দুই ফুলই

ফের তৃণমূলের বিক্ষোভের মুখে অধীর, এবার নওদায় ‘গো ব্যাক’ স্লোগান

বিষ্ণুপুর শিল্পতালুকে বন্ধ কারখানা কিনে তা চালু করছে টাটারা

ডাউন ব্যান্ডেল লোকালে আগুন, দুর্ভোগে যাত্রীরা

খাদ্যে বিষক্রিয়া, ডাইরিয়াতে আক্রান্ত মহিলা শিশু সহ ২০০ জন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর