এই মুহূর্তে




‘ভুটানের জলে বিপর্যয়, ক্ষতিপূরণ দিক’, নাগরাকাটায় বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নাগরাকাটা : ভুটানের জলে এতবড় বিপর্যয় ঘটেছে। ওরা ক্ষতিপূরণ দিক। নাগরাকাটায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে এসে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, দুর্যোগে যাঁদের ঘর ভেঙে গিয়েছে তাঁদের ঘর করে দেওয়া হবে। হাসিমারার পর সোমবার নাগরাকাটায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুনর্নির্মাণের কাজ খতিয়ে দেখার পাশাপাশি ত্রাণ বিলির প্রক্রিয়াও খতিয়ে দেখেন তিনি।

রবিবার কলকাতা থেকে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাসিমারায় পৌঁছে এলাকা পরিদর্শন করার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করেছেন। সোমবার সকালেই পৌঁছে গিয়েছেন নাগরাকাটার বামনডাঙার বিপর্যস্ত গ্রামে। সেখানে পৌঁছে কয়েকজনের হাতে চাকরির পত্র তুলে দিয়েছেন। পাশাপাশি মানুষ সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সবটাই জানার চেষ্টা করেন। রাস্তাঘাট থেকে সেতু এমনকি ভেঙে যাওয়া বাড়ি ঘরও সরকার ব্যবস্থা দেবে বলে আশ্বাস দিয়েছেন। সরকার সবরকমভাবে পাশে রয়েছে বলে ফের জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত সোমবার নাগরাকাটায় এসেছিলেন তিনি। এবার ফের এলেন নাগরাকাটায়। সেখানে ত্রাণশিবিরের অবস্থা ঘুরে দেখলেন।

সকলের কাছে সময় মতো ত্রাণ পৌঁছচ্ছে কিনা, চিকিৎসার সুব্যবস্থা আছে কিনা সবটাই জানার চেষ্টা করছেন। তিনি বলেন, খাদ্য দফতর থেকে শুরু করে চিকিৎসক, এগ্রিকালচার সবাই একসঙ্গে কাজ করছে। ঘটনার প্রথম দিন থেকে সকলে একসঙ্গে কাজ করছে। অতিবৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ এলাকার মধ্যে একটি নাগরাকাটা। ধুয়ে মুছে গিয়েছে একাধিক এলাকা। বাড়ি ঘর ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে বিস্তির্ণ অঞ্চল। বহু মানুষ ঘরছাড়া। নিখোঁজ রয়েছেন অনেকেই। তাই পরিস্থিতি দ্রুত সামলানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কাজের অগ্রগতি পরিদর্শনে করতেই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ