এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মোদিকে ধাক্কা মমতার, রাজ্যের নয়া ‘পরামর্শদাতা’ রূপক

নিজস্ব প্রতিনিধি: দাবার খেলায় এক পক্ষ অন্য পক্ষকে কিস্তি দেন। বিরোধী পক্ষ হয় সেই কিস্তিতে হার মানেন, নয়তো কিস্তিমাত করেন পালটা চালে। রাজনীতির খেলায় সেই রকমই। এক পক্ষের চালে কুপোকাত হন অপর পক্ষ। বাংলার রাজনীতি বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালে অস্বস্তিতে পড়ে গেলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কেননা যাকে মোদি কার্যত ভাগিয়ে দিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI’র সর্বোচ্চ ‘ডিরেক্টর’ হতে দেননি সেই ‘আর কে দত্ত’(R K Dutta) বা রূপককুমার দত্তকে সস্মানে রাজ্য সরকারের নয়া ‘পরামর্শদাতা’ পদে নিয়োগ করেছেন মমতা। কর্ণাটকের অবসরপ্রাপ্ত ডিজিপি তথা এই বঙ্গসন্তানকে মমতা ডিজি পদমর্যাদার ‘পরামর্শদাতা’ হিসাবেই নিয়োগ করেছেন। চলতি বছরের মার্চ মাসের শেষে এই নিয়োগে ছাড়পত্র দিয়েছে নবান্ন। অবসরপ্রাপ্ত এই অভিজ্ঞ আইপিএস অফিসারকে পুলিশ ওয়েলফেয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্নে স্বরাষ্ট্র দফতর সূত্রে তেমনটাই  জানা গিয়েছে।

আরও পড়ুন হার্ট অপারেশন – ক্যান্সার – হাঁটু বদল, ২২৩ কোটির পরিষেবা স্বাস্থ্যসাথীতে

Kanpur IIT’র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কৃতী ছাত্র রূপককুমার ১৯৮১ সালের ব্যাচের IPS অফিসার। তিনি কর্ণাটক ক্যাডারের পুলিশ আধিকারিক হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন। তাঁর ৩৭ বছরের কর্মজীবনের ১৮ বছরই তিনি CBI-তে কাজ করেছেন। এমনকী তিনি CBI’র স্পেশাল ডিরেক্টরও ছিলেন। CBI-তে তিনি ‘আর কে দত্ত’ নামেই বেশি পরিচিত ছিলেন। কিন্তু CBI’র সর্বোচ্চ ‘ডিরেক্টর’ পদে আসীন হওয়ার ঠিক ৪৮ ঘণ্টা আগে রহস্যজনকভাবে মোদি সরকার তাঁকে CBI থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের স্পেশাল সেক্রেটারি হিসেবে বদলি করে দেয়। সেই ঘটনা আজও ভুলতে পারেননি রূপককুমার। সেই সময় রূপককে বঞ্চিত করে মোদি CBI’র কার্যনিবাহী ডিরেক্টর পদে বসিয়েছিলেন গোধরা কাণ্ডের তদন্তে যুক্ত ১৯৮৪ ব্যাচের গুজরাত ক্যাডারের IPS রাকেশ আস্থানাকে।  মোদি সরকারের এই সিদ্ধান্তে তখন দেশজুড়ে বিতর্ক দেখা দিয়েছিল। যদিও এই ঘটনার ঠিক দু’মাসের মাথায় কর্ণাটকে ফিরে যান রূপককুমার দত্ত।  সিদ্ধারামাইয়া সরকার তাঁকে কর্ণাটকের ডিজিপি পদে নিয়োগ করেছিলেন। সেখান থেকেই তিনি ২০১৭ সালে অবসর নেন।

আরও পড়ুন সিবিআই-নোটিসের বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন অভিষেক

সেই রূপককুমার দত্তকে ডিজি পদমর্যাদার ‘পরামর্শদাতা’ হিসেবে নিয়োগ করে মমতা এখন কার্যত মোদিকেই ধাক্কা দিলেন। নীরব বার্তাও পাঠিয়ে দিলেন। বিজেপির সঙ্গে ‘তিক্ততা’ থাকা এহেন প্রবীণ IPS অফিসারকে মমতা যেভাবে রাজ্য সরকারের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করলেন তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে IPS মহল। বিশেষ করে, ED, CBI’র মতো একাধিক কেন্দ্রীয় এজেন্সির ‘অতি সক্রিয়তা’-র অভিযোগ তুলে যখন সরব খোদ বাংলার মুখ্যমন্ত্রী। কার্যত মোদি সরকারের সঙ্গে ‘শীতল সম্পর্ক’ থাকা এই IPS অফিসার কাগজে-কলমে হয়তো পুলিশের ওয়েলফেয়ারের বিষয়টি দেখবেন। কিন্তু CBI-তে তাঁর কাজের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে রাজ্য। বিশেষ করে, CBI-তে কাজের সুবাদে কোল ব্লক কেলেঙ্কারি, টু-জি স্ক্যাম, অগুস্তা ওয়েস্টল্যান্ড কপ্টার কেলেঙ্কারির মতো দেশের সাড়া ফেলে দেওয়া মামলায় তদন্তে সরাসরি যুক্ত ছিলেন রূপককুমার দত্ত। সেই জায়গা থেকে তৃণমূল লাভবান হতে পারেন। সূত্রে জানা গিয়েছে, CBI-তে কাজের সুবাদে সংস্থার সঙ্গে অম্লমধুর সম্পর্ক থাকা এরাজ্যের এক প্রভাবশালী IPS অফিসারের সঙ্গে ‘সুসম্পর্ক’ রয়েছে বঙ্গসন্তান রূপককুমার দত্তের। স্বাভাবিকভাবেই এরাজ্যের পরামর্শদাতা নিয়োগের ক্ষেত্রে সেই প্রভাবশালী আইপিএসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই মনে করা হচ্ছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বন্ধু কাঞ্চনকে সঙ্গে নিয়ে কেশপুরে ভোট প্রচারে দেব

ধারের টাকা ফেরত না দেওয়া নিয়ে বচসা, মা-মেয়েকে পিটিয়ে খুন

৭ দিনের মধ্যে মুখোশ খুলব, টুইটে হুঁশিয়ারি অভিষেকের

‘মায়ের ঝাণ্ডার কি দাম! যে কড়াইয়ে রান্না করেন, তা মাথায় মারলে বুঝবি’

‘চলুন বদলাই, চলুন পাল্টাই’, মালদায় মমতার মুখে পরিবর্তনের ডাক

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর