এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার হাতেই আজ উদ্বোধন আত্রেয়ী ড্যামের, মিটবে জলাভাব

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলাটির ভৌগলিক অবস্থান এমনই যে সেখান দিয়ে বড় কোনও নদীও বয়ে যায়নি। আবার মাটির নীচেও বিশাল পরিমাণ জল মেলে না। জেলার ওপর দিয়ে একমাত্র বয়ে যাওয়া বড় নদী হল আত্রেয়ী(Atreyi River)। সেই নদী একসময় তিস্তা থেকে বেড়িয়ে এসেছিল। ফলে এই নদীতে সারা বছর জলও থাকতো। কিন্তু পরবর্তীকালে তিস্তার গতিপথ ভূমিকম্পের জন্য বদলে যেতেই আত্রেয়ীর উৎসমুখ বিচ্ছিন্ন হয়েছে তিস্তা থেকে। তাই এই নদীতে এখন আর সারাবছর জল মেলে না। তারওপর বাংলাদেশ থেকে আসা এই নদীতে সেখানকার সরকার বাঁধও দিয়েছে। তাই শুখা মরশুমে এই নদীর জলে পিপাসা আর চাহিদা কোনওটাই মেটে না জেলার সদর মহকুমা বালুরঘাটের(Balurghat Sub Division) কয়েক লক্ষ মানুষের। সেই সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই উদ্যোগের ফসল আত্রেয়ী ড্যাম(Atreyi Dam) যা আজ মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে।

আত্রেয়ী নদীর জলের সঙ্কট মেটাতে এই নদীর ওপর ড্যাম নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে সেই কাজ শুরুও করে রাজ্যের সেচ দফতর। প্রকল্পের কাজ চলাকালীন বারবার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের হাত ধরে গোটা বালুরঘাট মহকুমার জলাভাব মিটতে চলেছে। তবে শুধু এই ড্যামের উদ্বোধনই নয়, এদিন মুখ্যমন্ত্রী প্রায় ১০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে বালুরঘাটে আসছেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন জানিয়েছে, ১০০ কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস এবং ৯৩ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, জেলায় একটি মেডিকেল কলেজ নিয়েও বড় ঘোষণাও করতে পারেন তিনি। সেই সঙ্গে করবেন প্রশাসনিক বৈঠক। এছাড়াও পরিষেবা প্রদান সহ নানা প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। জেলা প্রশাসন জানিয়েছে, এদিন ১০৫ কোটি ৫৪ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পথশ্রী সহ নানা প্রকল্প রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ৯৩ কোটি ৫৫ লক্ষ টাকার নতুন কাজের উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে আত্রেয়ী ড্যামও।

প্রায় ১২ বছর বাদে এদিন বালুরঘাট শহরে পা রাখছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই তাই শহরবাসী বেশ উৎসাহী হয়ে উঠেছেন। কেননা মুখ্যমন্ত্রীর আসা মানেই বাড়তি কিছু উপহার পেয়ে যাওয়া। সূত্রের খবর, জেলাবাসীকে নিরাশ করবেন না মুখ্যমন্ত্রী। এদিন কুশমণ্ডি ব্লক এবং বালুরঘাটের আমরাইলে বিদ্যুতের সাব স্টেশন তৈরির কাজের শিলান্যাস করবেন তিনি। সেই সঙ্গে জেলার তিন পুরসভার নানা প্রকল্পের পরিষেবাও তিনি প্রদান করবেন। সব মিলিয়ে পারয় ২০০ কোটি টাকার উপহার মুখ্যমন্ত্রীর হাত ধরে পেতে চলেছে দক্ষিণ দিনাজপুর। সম্ভবত বালুরঘাট-হিলি রেলপথ নিয়েও কিছু জানাতে পারেন। তবে সব থেকে বেশি নজর থাকছে আত্রেয়ী ড্যামের উদ্বোধন ও জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণার দিকে। মুখ্যমন্ত্রীর হাত ধরে বেহাল পরিকাঠামো যুক্ত বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং এয়ারপোর্ট চালু হওয়ারও আশা দেখছেন দেখছঅন জেলার বাসিন্দারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বন্ধু কাঞ্চনকে সঙ্গে নিয়ে কেশপুরে ভোট প্রচারে দেব

ধারের টাকা ফেরত না দেওয়া নিয়ে বচসা, মা-মেয়েকে পিটিয়ে খুন

৭ দিনের মধ্যে মুখোশ খুলব, টুইটে হুঁশিয়ারি অভিষেকের

‘মায়ের ঝাণ্ডার কি দাম! যে কড়াইয়ে রান্না করেন, তা মাথায় মারলে বুঝবি’

‘চলুন বদলাই, চলুন পাল্টাই’, মালদায় মমতার মুখে পরিবর্তনের ডাক

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর