এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দুই কর্মসূচি নিয়ে বুধবার বিশেষ বৈঠক নবান্নে, থাকবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: হাতে মাত্র আর কয়েকটা দিন। আঙুল গুণলে মাত্র ৯। কেননা আগামী ৯ মে থেকে রাজ্যে ফের বসতে চলেছে ‘দুয়ারে সরকার’(Duyare Sarkar)। পশ্চিমবঙ্গ সরকারের এই কর্মসূচি ইতিমধ্যেই রাজ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এমনকি তা নজর কেড়েছে দেশবাসীর পাশাপাশি বিশ্বের নানা দেশেরও। একই সঙ্গে তা প্রশংসিত ও পুরষ্কৃতও হয়েছে। মে মাসের ৫ তারিখ থেকে রাজ্যে এই কর্মসূচি আবারও শুরু হতে চলেছে। চলবে ৫ জুন পর্যন্ত। একই সঙ্গে ওই সময়ে চলবে ‘পাড়ায় সমাধান’(Paray Samadhan) নামের অপর একটি কর্মসূচিও। এই দুই কর্মসূচি যাতে নির্বিঘ্ন ভাবে হয় তার জন্য আগামিকাল অর্থাৎ বুধবার নবান্নে(Nabanna) একটি বিশেষ বৈঠক বসতে চলেছে। সেই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি থাকবেন গোটা প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত সচিব ও আধিকারিকেরাও।      

জানা গিয়েছে, যেহেতু রাজ্যে এখন তীব্র দাবদাহ চলছে তাই মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন এই দুই কর্মসূচির যথাযথ রূপায়ন নিয়ে। সেই উদ্বিগ্নতা দূর করতে ও যাতে যথাযথ ভাবে এই দুই কর্মসূচি আয়োজিত হয় তার জন্যই আগামিকালের এই বৈঠক ডাকা হয়েছে। রাজ্য সরকারের প্রতিটি দফতর যাতে নিজেদের মধ্যে যথাযথ সমন্বয় ব্জায় রেখে এই দুই কর্মসূচিকে বাস্তবায়িত করে তুলতে পারে সেই দিকেও আগামিকালের বৈঠকে বিশেষ নজর দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যে মোট ১.৩৭ লক্ষ দুয়ারে ক্যাম্প হয়ে গিয়েছে। সেই ক্যাম্পে ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ এসেছেন। তার মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন বলেও মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই নিজেই জানিয়েছিলেন। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছিলেন, দুয়ারে সরকারের মাধ্যমে এখনও মানুষের আবেদন জমা পড়ছে। তাই এই প্রকল্প চলবে। আগামিকালের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন রাজ্যের মুখ্যসচিব, বিভাগীয় সচিবদের পাশাপাশি বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপাররা। তবে তাঁরা ভারচুয়ালি যোগ দেবেন বৈঠকে।

উল্লেখ্য, কিছুদিন আগে উত্তরপ্রদেশের এলাহাবাদে পুরষ্কৃত হয়েছে রাজ্যের ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এই প্রকল্পগুলি বাস্তবায়িত করতে পরিশ্রম রয়েছে সচিব থেকে সরকারি আধিকারিকদের। তাঁদের সেই পরিশ্রমকে ধন্যবাদ জানাতে চান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামিকালের বৈঠকেই সেই ধন্যবাদ জানাবেন মুখ্যমন্ত্রী। বুধবার বিকেল তিনটে নাগাদ নবান্নে এই জরুরি বৈঠক বসবে। একইসঙ্গে আগামিকাল আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে। দেশে কোভিডের(Covid) চতুর্থ ঢেউ প্রতিহত করার লক্ষ্য নিয়েই সেই বৈঠক বসতে চলেছে। চতুর্থ ঢেউকে রোখার ব্লুপ্রিন্ট কী হবে, কীভাবে তা কাজ করবে, সেই পরিকল্পনায় কেন্দ্র ও রাজ্যগুলির ভূমিকাই বা কী থাকবে সেই সব নিয়েই আগামিকালের বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বেলা ১২টা থেকে সেই বৈঠক শুরু হওয়ার কথা। তার পরই বিকেলে রাজ্যের সচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিলিগুড়িতে অক্ষয় তৃতীয়ার সকালে প্লাস্টিকের মধ্যে থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তান

মুকুট-মতুয়ায় ভর দিয়ে পরিযায়ীদের সঙ্গে নিয়ে রানাঘাট পুনরুদ্ধারের আশায় তৃণমূল

বারুইপুরে মাদকের গোপন ডেরায় হানা দিয়ে আক্রান্ত ১৫ জন পুলিশ কর্মী

বহরমপুরে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে তৎপর কমিশন ও কেন্দ্রীয় বাহিনী

বহরমপুরে অধীররাজ ঘোচাতে বদ্ধপরিকর তৃণমূল, ভরসা পাঠানবাজি

রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর