এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার সরকারের নয়া মাইলফলক ‘স্বজল গ্রাম’, কটাক্ষ বিজেপির

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার গত এক দশক ধরে নিরলস ভাবে কাজ করে চলেছে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেমন মুখ্যমন্ত্রী ‘সজলধারা’(Sajaldhara) প্রকল্প চালু করেছেন তেমনি চালু করেছেন ‘জলস্বপ্ন’(Jalswapna) প্রকল্পও। যদিও বিজেপি(BJP) প্রথম থেকেই অভিযোগ করে এসেছে মমতার সরকার আদতে কেন্দ্রীয় জলপ্রকল্পের টাকায় এই দুটি প্রকল্প চালানোর পাশাপাশি তার নামও বদলে দিয়েছে। মোদি সরকার(Modi Government) মানুষের বাড়ি বাড়ি শুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য যে ‘জল জীবন মিশন’(Jal Jiban Mission) প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পের টাকা বাংলায় আসার পরে তা ‘সজলধারা’ ও ‘জলস্বপ্ন’ প্রকল্প বলে চালাচ্ছে মমতার সরকার, এমনই অভিযোগ বিজেপির। যদিও সাম্প্রতিক কালে কেন্দ্রের টাকায় হওয়া প্রকল্পগুলিতে বাংলার বুকে কেন্দ্রের নাম দিয়েই ফলক বসানোর কাজ শুরু হয়েছে। তারই মাঝে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছে বাংলার বুকে ৫০ লক্ষেরও বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ হয়ে গিয়েছে। তার জেরে যে সব গ্রামে সব বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ পৌঁছে গিয়েছে সেই সব গ্রামকে ‘স্বজল গ্রাম’(Sajal Gram’ হিসাবে চিহ্নিত করা হবে। এখন তা নিয়েই নতুন করে কটাক্ষ হানা শুরু করেছ বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন বাংলায় ব্রাত্য, বীরভূমে স্বাগত, নজরে আয়ুষ্মান ভারত

নবান্নের হিসাব বলছে বাংলার বুকে এখনও পর্যন্ত ৩,৫২৫টি গ্রামের সব বাড়িতে জলের সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। এর মধ্যে কোনও জায়গায় সেই কাজ হয়েছে ‘সজলধারা’ প্রকল্পের মাধ্যমে, কোনও জায়গায় তা হয়েছে ‘জলস্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে আবার কোনও জায়গায় তা হয়েছে কেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্পের মাধ্যমে। এবার এই সব গ্রামকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘স্বজল গ্রাম’ বলে চিহ্নিত করতে চাইছে। আর এখানেই ঘোরতর আপত্তি বিজেপির। তাঁদের দাবি, যে সব গ্রামের সব বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সংযোগ পৌঁছে গিয়েছে তার নেপথ্যে রয়েছে মোদি সরকারের ‘জল জীবন মিশন’ প্রকল্প। এই প্রকল্পের টাকাতেই বেশির ভাগ জায়গায় ‘সজলধারা’ বা ‘জলস্বপ্ন’ প্রকল্পের কাজ বাস্তবায়িত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আলাদা করে কোনও প্রকল্পের জন্য কোনও অর্থ বরাদ্দ করেনি। এখন কেন্দ্রে টাকায় প্রকল্প গড়ে, কেন্দ্রের প্রকল্পের নাম বদলে দিয়ে, ‘স্বজল গ্রাম’ নাম দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের নামে ক্রেডিট তুলতে চাইছে রাজ্য সরকার ও তৃণমূল। এটা দ্বিচারিতা ভিন্ন কিছু নয়।

আরও পড়ুন দিঘায় এবার জলের নীচে পার্ক গড়বে মমতার সরকার

বাংলার বুকে যে সব গ্রামের সব বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ পৌঁছে গিয়েছে সেই সব গ্রামে ইতিমধ্যেই ‘স্বজল গ্রাম’ নামের ফ্লোরেসেন্স বোর্ড বসানোর কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে। রাতের বেলাতে এই সব বোর্ডে আলো পড়লেই তা জ্বলজ্বল করে উঠবে। বোঝা যাবে প্রতিটি লেখা ও ছবি। জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে লাগানো এই ফলকগুলিতে বড় বড় করে লেখা থাকবে—‘স্বজল গ্রামে স্বাগত’। তার নীচে লেখা থাকবে, ‘বাড়ি বাড়ি জলের জল পরিশুদ্ধ পানীয় জল’। মুখ্যমন্ত্রীর ছবির পাশাপাশি থাকে রাজ্যের লোগোও। ২০২০ সালের জুলাই মাস থেকে এখনও পর্যন্ত ৩,৩৭৮ কোটি টাকা খরচ করে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে বিজেপির দাবিকে নস্যাৎ করেছেন এই প্রকল্পের সঙ্গে জড়িত রাজ্যের আধিকারিকেরাও। তাঁদের দাবি, ‘স্বজল গ্রাম’ প্রকল্প রূপায়ণের দায়িত্ব কেন্দ্র ও রাজ্যের সমান সমান। সেই হিসাবে এই প্রকল্পের জন্য কেন্দ্র ও রাজ্য অর্ধেক অর্ধেক টাকা দেয়। এখনও পর্যন্ত এই প্রকল্পে রাজ্য সরকারের বিনিয়োগ হয়েছে ১,৬৮৯ কোটি টাকা। এই খরচের বাইরেও প্রকল্পের জন্য জমি এবং তত্ত্বাবধানের পুরো খরচ রাজ্য সরকার বহণ করেছে। সেই নিরিখে রাজ্যের খরচ গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ৬৫ শতাংশ। তারপরও সৌজন্যতার নজীর গড়ে প্রতিটি ‘স্বজল গ্রাম’-এ যে ফলক বসানো হচ্ছে সেখানেও কেন্দ্রের দেওয়া প্রকল্পের নামও দেওয়া হচ্ছে। অর্থাৎ ফলকে নাম থাকছে ‘জল জীবন মিশন’ প্রকল্পের নামও।

আরও পড়ুন মুর্শিদাবাদের বুকে দুয়ারে সরকারে জনস্রোত, চিন্তিত বিরোধীপক্ষ

গোটা ঘটনা নিয়ে তৃণমূলের দাবি, বিজেপি দেউলিয়া হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ বিজেপির দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এখন তাই ভুলভাল তথ্য তুলে ধরে বাজার গরম করতে চাইছে গেরুয়া শিবির। কিন্তু এই সব তথ্য তুলে ধরে আর আমজনতাকে বিভ্রান্ত করা যাবে না। এই সব কথা না বলে কেন্দ্র সরকার দ্রুত ১০০ দিনের কাজের বকেয়া টাকা পাঠাক। যে সব প্রকল্পের জন্য বাংলার প্রাপ্য আছে তা দ্রুত রাজ্য সরকারের হাতে তুলে দিক। পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলার প্রাপ্য রাজ্য সরকারের হাতে না এলে বাংলার মানুষ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জামানত জব্দ করে দেবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বাড়ির সামনে আদিবাসীদের বিক্ষোভ

অনেক ভিডিও প্রকাশ পাবে, ভোট হোক, অনেকে ধরা পরবে : শেখ শাহজাহান

সোমবার পর্যন্ত বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা

শিলিগুড়িতে অক্ষয় তৃতীয়ার সকালে প্লাস্টিকের মধ্যে থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তান

মুকুট-মতুয়ায় ভর দিয়ে পরিযায়ীদের সঙ্গে নিয়ে রানাঘাট পুনরুদ্ধারের আশায় তৃণমূল

বারুইপুরে মাদকের গোপন ডেরায় হানা দিয়ে আক্রান্ত ১৫ জন পুলিশ কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর