এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাংলায় ব্রাত্য, বীরভূমে স্বাগত, নজরে আয়ুষ্মান ভারত

নিজস্ব প্রতিনিধি: কানাঘোঁষায় শোনা যায়, কেষ্ট নাকি শুধু দলই নয়, জেলার প্রশাসনটাকেও চালাতেন। অন্তত বিরোধীরা প্রকাশ্যে সেই অভিযোগ বার বার তুলেছে। নানান সময়ে মুখ্যমন্ত্রী থেকে তৃণমূলের নেতারাও এমন মন্তব্য করেছেন যাতে এই জল্পনা আরও শক্ত হয়েছে। কিন্তু সেই কেষ্ট(Anubrata Mondol) জেলে যেতেই কী এবার পরিবর্তনের ইঙ্গিত তাঁরই জেলা বীরভূমের(Birbhum) বুকে? প্রশ্নটা উঠে গেল জেলা স্বাস্থ্য দফতরের এক নোটিসের জেরে। যে নোটিসে জেলার বেসরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত(Ayushman Bharat) প্রকল্পের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের নাম নথিভুক্ত করতে হবে। সেই নথিভুক্তিকরণের জন্য আগামী সোমবার একটি প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়েছে। সেখানে ওইসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যেন উপস্থিত থাকেন। ওই প্রশিক্ষণ শিবিরের নাম দেওয়া হয়েছে, ‘হ্যান্ডস অন ট্রেনিং ফর আয়ুষ্মান ভারত- হেলথ ফেসিলিটি রেজিস্টার’।

আরও পড়ুন আগামী সপ্তাহ থেকেই দেড় মাসের জন্য বন্ধ হবে সাঁতরাগাছি সেতু

আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিরোধ কিছু নতুন ঘটনা নয়। বাংলার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যে স্বাস্থ্যসাথী(Sasthasathi) প্রকল্প চালু করেছেন কার্যত তার ধাঁচেই মোদি সরকার(Modi Government) পরবর্তীকালে চালু করেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। বাংলার সরকার এখনও পর্যন্ত এই প্রকল্পে যোগ না দেওয়ায় সেই প্রকল্প এই রাজ্যে বাস্তবায়িত হয়নি। যদিও রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল এই প্রকল্প বাংলার বুকে চালুর জন্য তাঁরা কোনও বাধা দেবেন না। কিন্তু নিয়মানুসারে এই প্রকল্পের ৬০ শতাংশ অর্থ কেন্দ্র সরকার বহণ করলেও বাকি ৪০ শতাংশ অর্থ রাজ্য সরকারকে বহণ করতে হবে। তাই রাজ্য সরকার প্রকল্পে যোগদান না করায় এই প্রকল্প বাংলার বুকে আজও চালু হয়নি। কিন্তু এখন প্রশ্ন উঠে গিয়েছে সেই প্রকল্পে রাজ্য সরকার এবার যোগদান করবে কিনা তা নিয়েই। কেননা বীরভূমের বুকে জেলা স্বাস্থ্য দফতর যে নোটিস দিয়েছে তার ইঙ্গিত কার্যত আয়ুষ্মান ভারত চালু হওয়ারই। তাই প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী তাহলে এবার বাংলার বুকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার পথে হাঁটা দিল?

আরও পড়ুন দিঘায় এবার জলের নীচে পার্ক গড়বে মমতার সরকার

এই বিষয়ে জল্পনা আরও ডানা মেলেছে নোটিসে বীরভূমের জেলা ছাড়াও রাজ্যের অনান্য জেলার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকেও এই প্রশিক্ষণ শিবিরে যোগদান করতে বলায়। মূলত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকেই এই নির্দেশিকার আওতায় আনা হয়েছে। তবে কাউকে বাধ্যতামূলক ভাবে তা করতে বলা হয়নি। আর এই ঘটনার জেরেই এবার প্রশ্ন উঠছে কেষ্ট জেলে যেতেই কী এবার নরম হচ্ছে তৃণমূল নেতৃত্ব? নাকি কেষ্টকে জেল থেকে বার করতে কেন্দ্রের প্রকল্পের জন্য দরজা খুলে দিচ্ছে? যদিও কোনও কোনও মহলের দাবি, স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচের বহর যেভাবে বেড়ে যাচ্ছে আর নানা কারণে রাজ্য সরকার যেভাবে আর্থিক টানাটানির মধ্যে দিয়ে যাচ্ছে তার জেরে নিজেদের ওপর থেকে ভার লাঘব করতেই নবান্ন কিছুটা ঘুরপথে কেন্দ্রের প্রকল্পের জন্য দরজা খুলে দিচ্ছে।

আরও পড়ুন ‘গোলাপসুন্দরী’ সেজে সমালোচনায় বিদ্ধ প্রধান শিক্ষক

যদিও এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, ‘আয়ুষ্মাণ ভারত প্রকল্প নিয়ে অবস্থানে কোন‌ও বদল হয়নি রাজ্যের। ডিজিটাল হেলথ মিশন প্রকল্পে রাজ্যের বেসরকারি নার্সিংহোমগুলির নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। এর সঙ্গে আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের কোন‌ও সম্পর্ক নেই। দ্রুত সংশোধনী এনে নতুন নির্দেশিকা জারি করা হবে।’ স্বাস্থ্যসচিব এ কথা বললেও স্বাস্থ্য দফতরের অন্দরের খবর, আয়ুষ্মান ভারত বিমা প্রকল্প নিয়ে বিরোধ থাকলেও আয়ুষ্মান ভারতের অন্তর্গত পরিকাঠামো নির্মাণ বা হেলথ ফেসিলিটিগুলির নাম নথিভুক্তকরণের মাধ্যমে কেন্দ্রীয় অনুদানে না নেই রাজ্যের। ডিজিটাল হেলথ মিশন‌ও এখন ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের‌ই একটি ভাগ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বাড়ির সামনে আদিবাসীদের বিক্ষোভ

অনেক ভিডিও প্রকাশ পাবে, ভোট হোক, অনেকে ধরা পরবে : শেখ শাহজাহান

সোমবার পর্যন্ত বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা

শিলিগুড়িতে অক্ষয় তৃতীয়ার সকালে প্লাস্টিকের মধ্যে থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তান

মুকুট-মতুয়ায় ভর দিয়ে পরিযায়ীদের সঙ্গে নিয়ে রানাঘাট পুনরুদ্ধারের আশায় তৃণমূল

বারুইপুরে মাদকের গোপন ডেরায় হানা দিয়ে আক্রান্ত ১৫ জন পুলিশ কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর