এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৪ লক্ষ চা শ্রমিককে সরকারি পরিচয়পত্র, শুরু পুজোর আগেই

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যে কথা দেন, সেই কথা তিনি রাখেন। তা তিনি রাখতে জানেন। বাংলার মানুষও একথা খুব ভাল করেই জানেন। বিরোধীদের হাজারও অপপ্রচার, কুৎসা, ভণ্ডামি, মিথ্যাচার বাংলার মানুষকে মমতার প্রতি আস্থা বিন্দুমাত্র টলাতে পারেনি। সেই পথে হাঁটা দিয়েই এবার রাজ্য সরকার উত্তরবঙ্গের(North Bengal) ২৮৫টি স্বীকৃত চা বাগানের প্রায় ৪ লক্ষ শ্রমিককে(Tea Garden Labour) এই প্রথম সরকারি পরিচয়পত্র বা আই কার্ড(I Card) তুলে দিতে চলেছে। পুজোর মুখেই এই কর্মসূচির উদ্বোধন হচ্ছে শুক্রবার অর্থাৎ এদিন থেকেই। রাজ্যের শ্রম দফতরের(Labour Department) মন্ত্রী মলয় ঘটক(Moloy Ghatak) এদিন এই কর্মসূচির সূচনা করবেন ডুয়ার্সের দুটি চা বাগান থেকে। সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়ও(Pulak Roy)। দীর্ঘ কয়েক দশক ধরে উত্তরবঙ্গের চা শ্রমিকেরা এই সরকারি পরিচায় পত্রের দাবি জানিয়ে আসছেন। কিন্তু ৩৪ বছরের বাম জমানায় তাঁদের সেই দাবি পূরণ হয়নি যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার পূরণ করা শুরু করে দিল। একই সঙ্গে বাংলার বুকে এই প্রথম কোনও শিল্পক্ষেত্রের শ্রমিকদের সরকারি স্তরে স্বীকৃতি দিতে আই কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হল রাজ্যে।

কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেই সফরেই তিনি জানিয়ে দেন, পুজোর আগেই রাজ্য সরকার উত্তরবঙ্গের চা শ্রমিকদের সরকারি পরিচয়পত্র প্রদানের কাজ শুরু করে দেওয়া হবে। সেই মতন এদিন থেকেই সেই সরকারি পরিচয়পত্র প্রদানের কাজ শুরু হয়ে যাচ্ছে। এদিন থেকে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত দফায় দফায় উত্তরবঙ্গের মোট ২৮৫টি স্বীকৃত চা বাগানের প্রায় ৪ লক্ষ শ্রমিককে এই সরকারি পরিচয়পত্র প্রদান করা হবে। এদিনের এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্য মাত্র ২টি চা বাগানের ৩২৫জন চা শ্রমিকের হাতে তাদের পরিচয়পত্র তুলে দেওয়া হবে। তবে কেবল আই কার্ড বণ্টনই নয়, বাগানগুলিতে পানীয় জল সরবরাহ ব্যবস্থার পরিধি আরও বাড়ানোর ওপরেও জোর দিচ্ছে সরকার। পাশাপাশি চা শ্রমিকদের জন্য মিনি স্বাস্থ্যকেন্দ্র ও ক্রেশ তৈরির বিষয়ে গৃহীত সিদ্ধান্ত কীভাবে কার্যকর করা হবে তা নিয়েও ব্লু-প্রিন্ট তৈরি করেছে রাজ্যের শ্রম দফতর। এসব বিষয়গুলি খতিয়ে দেখতে আধিকারিকদের সঙ্গে এদিন বেশ কয়েকটি চা বাগান পরিদর্শন করবেন রাজ্যের দুই মন্ত্রী।

শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, চা শ্রমিকদের হাতে যে সরকারি পরিচয়পত্র তুলে দেওয়া হচ্ছে তাতে ছবি সহ নামের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকের প্রভিডেন্ড ফান্ড ও আধার কার্ডের নম্বর থাকবে। সেই সঙ্গে থাকবে তাঁর মোবাইল নম্বরও। কোন বাগানের শ্রমিক তিনি, তারও উল্লেখ থাকবে তাতে। এই কার্ড চা শ্রমিকদের হাতে এলে তা  নিঃসন্দেহে তাঁদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে তাঁদের পাশে আছে, সেটা তাঁরা অনুভব করবেন। মালিকপক্ষও সতর্ক থাকবে। সেই সঙ্গে রাজ্যের শ্রম দফতরের কাছে চা বাগানের সব শ্রমিকের তথ্য নথিভুক্ত হয়ে থাকবে। সরকারের তরফে আগামীদিনে যে কোনও ধরনের সামাজিক সুরক্ষার সুবিধা ঘোষণা হলে দ্রুত তা পৌঁছে দেওয়া সম্ভব হবে তাঁদের কাছে। মালিকপক্ষ তাঁদের সঙ্গে জোর জুলুম করতে পারবে না। কিছু দিন আগে চা শ্রমিকদের মজুরি ১৫ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবার তাদের সামাজিক সুরক্ষা ও পরিচিতির ওপর জোর দেওয়া শুরু করে দিল রাজ্য প্রশাসন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর