এই মুহূর্তে




প্রেমিকের টানে ঘর ছাড়লেন দুই মেয়ের মা, মেমারির বধূ উদ্ধার শান্তিনিকেতনে

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে পরকীয়া এক অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার পরকীয়া সংক্রান্ত খবরে শিরোনামে এল বর্ধমান। বর্ধমান জেলার মেমারিতে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। সেখানে এক বিবাহিতা গৃহবধূর আচমকা নিখোঁজ হয়েছেন। জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী কন্যাদের নিয়ে সুখের সংসার। দুই মেয়ের মা গৃহবধূ। কিন্তু আচমকায় ছন্দপতন। একরাশ বসন্তের বাতাসের মতো গৃহবধূর জীবনে আগমন এক যুবকের। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। দুই কন্যা সন্তানের জননী আচমকায় যেন ভেসে গেলেন যুবকের সঙ্গে। জানা গিয়েছে, যুবক মুর্শিদাবাদের বাসিন্দা। তিনি আবার বিবাহিত। বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান যুবক। তারপর দুজনেই গোপনে বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এদিকে  গৃহবধূকে খুঁজে না পেয়ে প্জেরথমে সন্ধানের চেষ্টা করেন পরিবারের সদস্যরাই। তারপর তারা গিয়ে মেমারি থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় সন্ধান। বিবিধ সূত্র ধরে অবশেষে শান্তিনিকেতনের শ্যামবাটি এলাকা থেকে গৃহবধূকে উদ্ধার করেন তাঁর মা-বাবা। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যুবকও। পুলিশ দু’জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। গৃহবধূ স্বীকার করে নিয়েছেন যে তিনি যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। যুবকও তাতে সমর্থন জানিয়েছেন।

এই ঘটনায় এলাকা জুড়ে ছড়ায় প্রবল চাঞ্চল্য। সমাজের নানা স্তরে চলছে আলোচনা। পুলিশ জানিয়েছে, বিষয়টি ব্যক্তিগত সম্পর্কজনিত। উভয় পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু পাড়ার মধ্যে এমন ঘটনা ঘটায় রীতিমতো হতবাক সকলে। তারা ভাবতেই পারছেন না দুই মেয়ের মা এমন কীর্তি ঘটাতে পারেন। তাই পড়শিদের মুখে এখন শুধু এই নিয়েই আলোচনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছিতে দুই ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৪ যৌনকর্মী

শ্বশুরের যৌনাঙ্গ চেপে খুনের অভিযোগ বৌমার বিরুদ্ধে

বদল ও বদলা দুটোই হবে, তৃণমূলকে স্পষ্ট হুংকার দিলেন শান্তনু ঠাকুর

মুখ্যমন্ত্রীর হাতে ২০৭ কোটি ৯৯ হাজার ৯১৫ টাকার চেক তুলে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

সামনেই দীপাবলি, নাওয়া খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরিতে তোড়জোড় মৃৎ শিল্পীদের

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, আগামী সপ্তাহ থেকে বঙ্গে শুষ্ক আবহাওয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ