এই মুহূর্তে




ব্লু লাইনে ফের মেট্রো বিভ্রাট, দক্ষিণেশ্বর থেকে বন্ধ মেট্রো

নিজস্ব প্রতিনিধি: পুজো মিটতেই ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাটের অভিযোগ উঠল। দক্ষিণেশ্বর থেকে বন্ধ মেট্রো পরিষেবা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার কিছু পরেই দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ছাড়া সম্ভব হচ্ছে না বলে টিকিট কাউন্টার থেকে ঘোষণা করা হয়। টিকিটের টাকা ফেরত নিয়ে অন্য ভাবে যাওয়ার অনুরোধও করা হয় যাত্রীদের। মেট্রোর তরফে জানানো হয়েছে, দক্ষিণেশ্বরে পয়েন্টে সমস্যার কারণে পরিষেবা আপাতত বন্ধ। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে।

নিত্যদিনের মেট্রো ভোগান্তি নিয়ে এমনিতেই অভিযোগের শেষ নেই এখন মানুষের। ব্লু লাইনের মেট্রো পরিষেবা তো একেবারে তলানিতে এসে ঠেকেছে। আগে যেখানে মেট্রোর জার্নি ছিল আরামদায়ক, কম সময়ের যাত্রা, সেক্টর ফাইভ থেকে এসপ্ল্যানেড জুড়ে যাওয়ার পর  সেই যাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। যাত্রীর সংখ্যা বাড়লেও বাড়েনি মেট্রোর রেক। ফলে ভয়াবহ নাকাল হওয়ার মতো পরিস্থিতি। ভিড় হচ্ছে চূড়ান্ত, মানুষের চাপে দরজা বন্ধ হচ্ছে না, ফলে ৭ মিনিটের জায়গায় অধিকাংশ সময় মেট্রোর সময়ের ব্যবধান  হয়ে দাঁড়াচ্ছে ১৫ মিনিট। এই সমস্যার কারণে ভিড়ও বাড়ছে। অন্যান্য সমস্যা তো রয়েছেই।

তার মধ্যে রয়েছে আত্মহত্যার প্রবণতা। পুরনো মেট্রো স্টেশনগুলিতে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রায়ই ঘটে। এর ফলে মেট্রো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। যাত্রীদের বাড়ে ভোগান্তি। কিছুতেই মেট্রো স্টেশনে এই আত্মহননের প্রবনতা আটকানো যাচ্ছে না। নতুন মেট্রো স্টেশন গুলিতে (গ্রিন লাইন টু, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইনে) আত্মহত্যার সম্ভাবনা কম।

একথা অস্বীকার করা যায় না, কলকাতায় মেট্রো অন্যতম লাইফলাইন। অফিস টাইমে চটজলদি পৌঁছতে মেট্রোর মতো সুবিধা কোথাও নেই। কিন্তু সমস্যা হল, মাঝে মধ্যেই ঘটে যাওয়া মেট্রো বিভ্রাট। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও জল জমে যাওয়া, কখনও বা আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটলেই বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। এই নিয়ে দিন দিন যাত্রীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ক্ষোভ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছিতে দুই ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৪ যৌনকর্মী

শ্বশুরের যৌনাঙ্গ চেপে খুনের অভিযোগ বৌমার বিরুদ্ধে

বদল ও বদলা দুটোই হবে, তৃণমূলকে স্পষ্ট হুংকার দিলেন শান্তনু ঠাকুর

মুখ্যমন্ত্রীর হাতে ২০৭ কোটি ৯৯ হাজার ৯১৫ টাকার চেক তুলে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

সামনেই দীপাবলি, নাওয়া খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরিতে তোড়জোড় মৃৎ শিল্পীদের

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, আগামী সপ্তাহ থেকে বঙ্গে শুষ্ক আবহাওয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ