এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাংলার মিড ডে মিলের Dinning Hall ‘মডেল’ ভারতে

নিজস্ব প্রতিনিধি: বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তার আগেই জোড়া স্বীকৃতি এল বাংলার(Bengal) ঝুলিতে। প্রথম স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায় স্কুলে স্কুলে মিড ডে মিল খাওয়ার জন্য যে Dinning Hall গড়ে তোলা হয়েছে রাজ্যের তরফে, তাকেই এবার ‘মডেল’(Model) করে দেশের(India) সব রাজ্যে লাগু করার পথে এগোচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার। অর্থাৎ বাংলার ধাঁচেই দেশের সব স্কুলে গড়ে তোলা হবে Dinning Hall। দ্বিতীয় স্বীকৃতি মিড ডে মিলের(Mid Day Meal) জন্য ২০২৩-২৪ অর্থবর্ষে বাংলার ঝুলিতে ২,০০০ কোটি টাকা পাঠাবার ক্ষেত্রে বরাদ্ধ অনুমোদন করেছে মোদি সরকার। আর এই জোড়া স্বীকৃতিই বলে দিচ্ছে, এর আগে বাংলায় যেভাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ে মিথ্যা সব অভিযোগ তোলা হচ্ছিল তা আদতে রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে ভিন্ন আর কিছুই ছিল না। এখন কর্ণাটকের ধাক্কায় মোদি সরকারের হুঁশ হয়তো ফিরেছে যে, এই মিথ্যা প্রোপাগ্যান্ডা আর বেশি দিন চলবে না। তাই বরাদ্দ পাঠানো হল বাংলায়।

আরও পড়ুন মধ্যরাতে মহাবার্তা মমতার, দিলেন লড়াইয়ের প্রতিশ্রুতি

সোমবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুলশিক্ষা ও সাক্ষরতা দফতরের সচিব সঞ্জয় কুমারের নেতৃত্বে দিল্লিতে একটি বৈঠক বসেছিল। সেই বৈঠকে ছিলেন রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের কর্তারাও। সেখানে ২০২৩-২৪ সালে মিড ডে মিলের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকেই বাংলায় মিড ডে মিল প্রকল্পের নানা উদ্যোগের প্রশংসা করেছেন মোদি সরকারের আধিকারিকেরা। তারপরেই কেন্দ্রের তরফে বাংলার স্কুলে স্কুলে মিড ডে মিল প্রকল্পের জন্য ২,০০০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়। কার্যত মিড ডে মিলে রাজ্যের বহুবিধ উদ্যোগকে স্বীকৃতি দিল ভারত সরকার। উল্লেখ্য, বাংলার বুকে জেলায় জেলায় রাজ্যের অনুমোদিত স্কুলগুলিতে পড়ুয়াদের একসঙ্গে মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা করতে ১৪ হাজার ৮৩৩টি Dinning Hall তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার এই Dinning Hall-কেই এখন ‘মডেল’ করে দেশের অন্যান্য রাজ্যে Dinning Hall তৈরির নির্দেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

আরও পড়ুন ১,১১৩ কোটি টাকার দেনায় ডুবে কলকাতা পুরনিগম

শুধু তাই নয়, বাংলায় মিড ডে মিল রান্নার ক্ষেত্রে কুক-কাম-হেল্পারদের অতিরিক্ত যে ভাতা দেওয়া হয় তা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রের আধিকারিকেরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে কুক-কাম-হেল্পারদের যেভাবে স্বাস্থ্যসাথী-র আওতায় নিয়ে আসা হয়েছে তারও ভূয়ষী প্রশংসা করেন কেন্দ্রীয় আধিকারিকরা। পাশাপাশি, ১০০ শতাংশ স্কুলে এলপিজি-তে রান্না, ২৬ হাজারের বেশি স্কুলে কিচেন গার্ডেন তৈরির পরিকল্পনারও প্রশংসা করেন দিল্লির কর্তারা। আর সেই বৈঠকের পরেই মিড-ডে মিল প্রকল্পে রাজ্যের জন্য ২০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে কেন্দ্র। সোম রাতেই এনিয়ে ট্যুইট করেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, রাজ্যে মিড-ডে মিলের ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সচিব ও পিএম পোষন প্রকল্পের আধিকারিকদের সঙ্গে বৈঠক ছিল। সেখানে রাজ্যের মিড ডে মিলের পরিচালনার বিস্তারিত তুলে ধরা হয়। সেই সঙ্গে রাজ্যের তরফে প্রেজেন্টেশন দেওয়া হয়। তার ভুয়সী প্রশংসা করে কেন্দ্র। এরপরই ২০২৩-২৪ অর্থবর্ষে ২০০০ কোটি টাকা বরাদ্ধ কথা ঘোষণা করা হয়। 

আরও পড়ুন ২২ মে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি, নবান্নকে প্রস্তুত থাকার নির্দেশ

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মিড ডে মিল নিয়ে নানা অভিযোগ করে চলেছিলেন বঙ্গ বিজেপি(Bengal BJP) নেতারা। এমনকি এই প্রকল্পের জন্য বাংলাকে যাতে ১ পয়সাও না পাঠানো হয় তার আবদারও জুড়ে দিয়েছিলেন তাঁরা। কার্যত শুধু মিড ডে মিল প্রকল্পেই নয়, বাংলার সব প্রকল্পেই ‘দুর্নীতি’র যোগ খুঁজে পাচ্ছিলেন বঙ্গ বিজেপির নেতাদের পাশাপাশি দিল্লির কর্তারা। যার জেরে প্রায় সব কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছে। তবে এবার কতখানি ছবি বদলাবে সেটা আগামী দিনেই বোঝা যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, তদন্তে পুলিশ

মমতা-অভিষেকের সভায় মহিলাদের ঢল, ঘুম কেড়েছে বিজেপির

ভোটের ডিউটি করতে এসে মালদায় মৃত্যু পুলিশ কর্মীর

প্রকাশিত হল ICSE এবং ISC পরীক্ষার ফলাফল,রাজ্যে বাড়ল পাশের হার

অভিষেকের সভার আগেই হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ, নিহত ১ কিশোর  

বীরভূমের পুনরাবৃত্তি হতে পারে ঝাড়গ্রামেও, সঙ্কটে বিজেপি প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর