এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কালিম্পঙে দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি,কালিম্পঙ ,: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে শনিবার সিকিম সংলগ্ন কালিম্পঙ   জেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত তিস্তা বাজার অঞ্চলের দুর্গত মানুষদের কাছে পৌঁছান মন্ত্রী অরূপ বিশ্বাস। একই সঙ্গে সবকটি রিলিফ ক্যাম্পও ঘুরে দেখেন তিনি।সরকারের পক্ষ থেকে রিলিফ ক্যাম্প গুলিতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য, বস্ত্র ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন ও দুর্গত মানুষদের দেখভাল করছেন।মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহ, জিটিএ চেয়ারম্যান শ্রী অনীত থাপা, শিলিগুড়ি পুরসভার মেয়র শ্রী গৌতম দেব, ডেপুটি মেয়র শ্রী রঞ্জন সরকার ও প্রাক্তন সাংসদ শান্তা ছেত্রী।নিজস্ব প্রতিনিধি: পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

একের পর এক দেহ উদ্ধার হচ্ছে সিকিম(Sikkim) ও বাংলার(Bengal) বুকে। দার্জিলিং(Darjeeling) ও কালিম্পঙের(Kalimpong) বিস্তীর্ণ এলাকায় পুরোপুরি বিধ্বস্ত প্রকৃতির রুদ্র রোষে। আর তাই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে(Arup Bishwas) পাহাড়ে পাঠালেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার জন্য অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দর হয়ে কালিম্পঙের উদ্দেশে রওনা দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রসঙ্গত, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই পাহাড়ের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করে এসেছেন। দিল্লি থেকে সোজা বাগডোগরা হয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন কালিম্পঙে। সেখানে তিস্তার হড়পা বানে(Teesta Flash Flood Disaster) বিপর্যস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের আশ্বস্ত করেন। পাশে থাকার বার্তা দেন। সেদিনই আবার উত্তরবঙ্গ থেকে দিল্লিতে চলে গিয়েছিলেন তিনি। এরপর শনিবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও যান উত্তরবঙ্গে। কালিম্পঙে হড়পা বানে বিধ্বস্ত পরিবারগুলির কঠিন সময়ে পাশে দাঁড়ান তিনি।এদিকে, পাহাড়ের এই দুর্যোগের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবারই নবান্নে এসেছিলেন জিটিএ প্রধান অনিত থাপা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। তিস্তার হড়পা বানের ক্ষয়ক্ষতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।

গতকাল জিটিএ প্রধান অনিত থাপার সঙ্গে ফোনে কথার পর এদিনই মন্ত্রী অরূপ বিশ্বাসকে উত্তরবঙ্গে পাঠালেন মুখ্যমন্ত্রী, যা বেশ তাৎপর্যপূর্ণ। তিস্তার হড়কা বানের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতেই বিধস্ত চেহারা আরও প্রকট হয়েছে নদীর দুই পাড়ে। জলস্তর কমে আসতেই বেরিয়ে আসছে পলির স্তর। কোথাও কোথাও দেখা গিয়েছে কোনও বাড়ির একতলার পুরোটাই চলে গিয়েছে পলির স্তরের নীচে। কোথাও কোথাও ভেঙেচুরে গিয়েছে ঘরবাড়ি। ভেসে গিয়েছে ঘরের নানা অংশ থেকে সামগ্রী। বাংলাতেই ১৫জন নিখোঁজ হয়েছেন হড়পা বানে। তার বাইরে তো সিকিমে নিখোঁজ হয়েছেন বাংলার খুব কম করে ৫০ জন বাসিন্দা ও পর্যটক আছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রচারে বেরিয়ে হিট স্ট্রোক, প্রাণ হারালেন মুর্শিদাবাদের তৃণমূল নেতা

ভোটগ্রহণের মাঝে কেন সন্দেশখালিতে সিবিআই অভিযান, কমিশনকে নালিশ তৃণমূলের

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

দ্বিতীয় দফার জনমতও অনুকূলে থাকবে, দাবি তৃণমূলের, চাপে বিজেপি

নদিয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাই মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারে

অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর