এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখতে আসছে ১২টি কেন্দ্রীয় টিম

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২ দিন আগেই বিস্ফোরক টুইট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। অভিযোগ তুলেছিলেন বাংলায়(Bengal) ১০০ দিনের কাজের প্রকল্পে(100 Days Work Project) বড়সড় দুর্নীতি হয়েছে বাংলায়। সেই সব দুর্নীতি খতিয়ে দেখতে খুব শীঘ্রই আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল(Central Delegates Team)। সেই ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই নবান্নে(Nabanna) এসে গেল কেন্দ্রের চিঠি। তাতে জানানো হয়েছে, বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখতে আসছে ১২টি কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁরা রাজ্যের ১২টি জেলায় গিয়ে ১০০ দিনের কাজের প্রকল্পে কী কী কাজ হয়েছে, সেই সব কাজে যথাযথ জবকার্ডদারীরাই কাজ পেয়েছেন কিনা, দুর্নীতির কোনও ঘটনা ঘটেছে কিনা এসবই খতিয়ে দেখবেন। উল্লেখ্য, কেন্দ্র সরকার দেশের প্রায় সব রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রেখেছে। সেই টাকার মধ্যে ৬০ শতাংশ টাকাই বাংলার প্রাপ্য যার পরিমাণ ৬ হাজার কোটি টাকারও বেশি। সেই টাকা চেয়ে বার বার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকা যে আর বেশিদিন আটকে রাখা যাবে না সেটা বুঝেই এবার এই প্রকল্পের টাকা ছাড়ার আগে বাংলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ে গোটা বিষয়টি ভাল ভাবে খতিয়ে দেখে নিতে চাইছে বলেই অনেকে মনে করছেন।

আরও পড়ুন সাগরদিঘিতে তৃণমূলের প্রার্থী হতে পারেন প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র

শুভেন্দু ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে কী অভিযোগ করেছিলেন। দিন দুই আগে শুভেন্দু ৩টি টুইট করেছিলেন। তার মধ্যে প্রথম টুইটে তিনি লিখেছিলেন, ‘MGNREGA এর জব কার্ড হোল্ডারদের আধার কার্ড সংযুক্তিকরণের সর্বশেষ আপডেট দেখায় যে পশ্চিমবাংলার ৮০ লক্ষের বেশি জব কার্ডের সঙ্গে আধার কার্ডের কোনও লিঙ্কই করা হয়নি। এই ধরনের সম্ভাব্য ‘কাল্পনিক লোকদের’ অর্থ প্রদান করে গত ১০ বছরে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে নষ্ট করা হয়েছে।’ এর পরে দ্বিতীয় টুইটে তিনি লেখেন, ‘হতে পারে এটি স্বাধীন ভারতের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ীই প্রকল্পের জন্য  বার বার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে বকেয়া টাকা চাওয়া হয়। এর মধ্যে এই ধরনের অস্তিত্বহীন লোকদের দ্বারা করা কাজের জন্যও টাকা রয়েছে। অনান্য রাজ্যে থাকা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের নামেও টাকা তোলা হয় যা তাঁরা জানেনই না।’ তৃতীয় টুইতে শুভেন্দু লেখেন, ‘এই বেআইনি পথে তৃণমূলের হাতে আসা টাকা নীচুতলার নেতৃত্ব ও আধিকারিকদের যোগসাজশে দলের শীর্ষস্থানীয় নেতার কাছে পাঠানো হয়। সেই টাকাই গোয়া, ত্রিপুরা ও মেঘালয়ে দলের বিস্তারের জন্য খরচ করা হয়।’

আরও পড়ুন শীলা অতীত, ঝালদার নয়া পুরপ্রধান সুদীপ

কার্যত এরপরেই শুভেন্দু হুমকি দিয়েছিলেন যে বাংলায় আবারও কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হবে ১০০ দিনের কাজের প্রকল্পে হওয়া ভুরি ভুরি দুর্নীতি খুঁজে বার করতে। এবার সেই কথাই সত্যি করে বাংলায় ১২টি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে মোদি সরকার ১০০ দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখতে। তবে ঘটনা হচ্ছে এই প্রতিনিধি দল পাঠিয়ে কত দুর্নীতিই বা খুঁজে বার করা যাবে আর সেই সব অভিযোগ তুলে ধরে মোদি সরকার কতদিনই বা সেই টাকা আটকে রাখতে পারবে! কেননা এই প্রকল্পের টাকা আটকে রাখার জন্য গ্রাম বাংলায় বিজেপির বিরুদ্ধে আমজনতার ক্ষোভ তুঙ্গে উঠেছে। সেই ক্ষোভ বড়সড় ঘূর্ণিঝড় হয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধেই আছড়ে পড়তে পারে বলে এখন আশঙ্কা দেখা দিয়েছে। সেই খবর বিজেপির শীর্ষস্তর অবধি পৌঁছেছে। এই অবস্থায় এই ১২টি প্রতিনিধি দল পাঠিয়ে আদৌ কী কোনও সুবিধা করতে পারবে মোদি সরকার? এই প্রশ্নও কিন্তু এদিন উঠে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালদায় আম কুড়োতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু ১১ জনের

‘২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে’, সরব মমতা

‘ভুল খবর ছড়িয়েছে, এতে বিভ্রান্তি হচ্ছে’, INDIA জোট নিয়ে বড় বার্তা মমতার

বৃষ্টির কামনায় বট-পাকুর গাছের বিয়ে, পাত পেড়ে খেলেন ২,২০০ জন!

‘আজ না হয় কাল এর বদলা আমি নেবই নেব’, তমলুকে হুঙ্কার মমতার

‘গদ্দার’ রথীনকে আবারও হারিয়ে প্রসূণকে দিল্লি যাত্রার ছাড়পত্র দিতে প্রস্তুত হাওড়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর