24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:51 am
নিজস্ব প্রতিনিধি: একাধিক বিজেপি (BJP) সাংসদ-বিধায়কের নিদান ছিল, ‘দিদির দূত’ গেলেই হেনস্থা করতে হবে তাঁদের। জায়গায় জায়গায় ফুটে উঠেছে সেই ছবি। যার বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। ফের ঘটল একই ঘটনা। আর তা নিয়েই মুখ খুললেন বীরভূমের তারকা সাংসদ (MP) শতাব্দী রায়। তাঁর দাবি, মানুষের পাশে সরকার আছে। সাংসদের দাবি, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁদের হাতে ছিল বিজেপির পতাকা।
রবিবার মহম্মদ বাজার পঞ্চায়েতের ফুল্লাইপুর গ্রামে যান সাংসদ। অভিযোগ, তখনই বেশ কয়েকজন বিজেপির পতাকা নিয়ে ঘিরে ধরে তাঁকে। দাবি ওঠে পানীয় জল, আবাস যোজনায় বাড়ি এবং মন্দিরের কাজ দ্রুত বাস্তবায়িত করার।
এই প্রসঙ্গে শতাব্দী বলেন, মানুষের সমস্যার সমাধান করা হবে দ্রুত। তৃণমূলের (TMC) পক্ষ থেকে বলা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পানীয় জল এবং আবাস যোজনায় বিশেষ জোর দিয়েছে প্রশাসন। অভিযোগ, জায়গায় জায়গায় আসলে ‘দিদির দূত’ কাজে বাধা দিতেই অশান্তি করছে বিজেপি। সাংসদ বলেন, বিজেপির পতাকা ধরে কারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তা সবাই দেখেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে জনসংযোগ করতে বেরিয়েছিলেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার। আর তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার টোটো চালক সহ গ্রামবাসীদের একটা বড় অংশ। তাঁদের দাবি, এলাকার রাস্তা বেহাল। বিজেপি বিধায়ক কোনও কাজই করেননি। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত রাস্তা মেরামত করতে হবে। তাঁকে ঘিরে অনুন্নয়ন নিয়ে প্রশ্ন তোলা হলে কোনওরকমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত এলাকা ছাড়েন বিধায়ক। তবে কবে ঠিক হবে রাস্তা, তার সদুত্তর মেলেনি। সেই ঘটনা মনে করিয়ে তৃণমূলের দাবি, জায়গায় জায়গায় বিজেপি বিধায়ক-সাংসদরা জনতার বিক্ষোভের মুখে পড়ছেন। তা ঢাকতেই জেলায় জেলায় সাজানো বিক্ষোভের নাটক করছে বিজেপি। তবে জনগণ ধরে ফেলেছে সেই চক্রান্ত। উল্লেখ্য, কয়েকদিন আগে বাঁকুড়া জেলার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা’র নিদান ছিল, দিদির দূত গেলে ঝাঁটা মারুন। বেলাগাম এই মন্তব্য আসলে উস্কানি, এমনটাই দাবি জোড়াফুল শিবিরের।