এই মুহূর্তে




কুমির আতঙ্কের মধ্যেই ভাগীরথী নদীতে ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা হল সম্পন্ন




নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ ও বসিরহাট : কুমির আতঙ্ক নিয়েই রবিবার সকালে মুর্শিদাবাদ জেলায় শুরু হল ভাগীরথী নদী বক্ষে বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা(Swiming Competition) ।রবিবার সকালে আহিরণ ঘাট থেকে এই প্রতিযোগিতার সূচনা করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমান । বিকেলে এই প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর(Baharampur) কে এন কলেজ ঘাটে । ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মোট ১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সাঁতার কাটতে জলে নেমেছেন মাত্র ৯ জন ।

তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন মহিলা। কোনও বিদেশি প্রতিযোগী এবার ৮১ কিলোমিটার বিভাগে অংশগ্রহণ করেন নি । সাম্প্রতিক সময়ে বিশ্বের দীর্ঘতম এই সাঁতার প্রতিযোগিতাতে অতীতে এত কম প্রতিযোগী অংশগ্রহণ করেন নি ।ভাগীরথী নদী বক্ষে একটি কুমির(Cocodial) দেখা যাওয়ার পর উদ্যোক্তাদের তরফ থেকে কোনও ঝুঁকি নেওয়া হয় নি । সাঁতারুদের সাথে শুরু থেকেই রয়েছে বনদফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ প্রশিক্ষিত বাহিনী । সাঁতার প্রতিযোগিতার পথে যাতে কুমিরের দেখা মিললে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য ছিল যাবতীয় বন্দোবস্ত। তবে শেষমেষ নির্ভীক নেই শেষ হয়েছে সাঁতার প্রতিযোগিতা পর্ব।

বসিরহাট পুলিশ(Bashirhat Police) জেলার বড়সড় সাফল্য আজ ভোর রাতে। রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দ্বিপবেদিয়া গ্রাম বাদরিয়ার এসডিপিও রাহুল মিশ্র ও পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ কর্মী গোপন সূত্রে খবর পায় যে ভারত-বাংলাদেশ সীমান্তে দিকে একটি সন্দেহজনক চারচাকা গাড়ি যাচ্ছে। সেই সময় পুলিশ গাড়িটিকে আটক করে দেখে প্লাস্টিকে ঢাকা দশটা বস্তা প্রায় ৭৮২০ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এগুলো বাংলাদেশে (Bangladesh)পাচার করার পরিকল্পনা করেছিল পাচারকারীরা। পুলিশের হাতেনাতে পাকড়াও হয় ২ পাচারকারী ।তাদেরকে বাদুড়িয়া থানার পুলিশ গ্রেফতার করে। ধৃতদের বারাসত জেলা দায়রা আদালতে পেশ করা হয়। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদী হাসান রহমান ও  অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বলেন, ‘এর সঙ্গে কোন আন্তর্জাতিক মাদক পাচারকারী যুক্ত আছে কিনা এটাও আমরা তদন্ত করে দেখছি। যেহেতু সীমান্ত এরিয়া, পুলিশের কাছে খবর এসেছিল ।আমরা টহল দেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করেছি। এর সঙ্গে অন্য কোন বড়সড় চক্র জড়িত কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। এদেরকে পুলিশি হেফাজতে নিয়ে আরো কারা এর সঙ্গে যুক্ত তদন্ত করে দেখছি।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি

নির্জন রাস্তায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে অপহরণ ও গণধর্ষনের অভিযোগ

মহানন্দা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রের

দাসপুরের পুরুষোত্তমপুরের ভট্টাচার্য পরিবারে পূজিতা হন অষ্টাদশভুজা দুর্গা

মেজিয়ার শিকল বাঁধা দুর্গা পুজো পান আড়াইশো বছর ধরে

দুর্গাপুর রাজবাড়ির পুজো ইতিহার আর ঐতিহ্যের মেলবন্ধন

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর