এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আবাস বিক্ষোভ ঠেকাতে কড়া পদক্ষেপ নবান্নের, ২ দিনের সময়সীমা

নিজস্ব প্রতিনিধি: জেলায় জেলায় ক্রমশ ছড়াচ্ছে আবাস যোজনা নিয়ে গণবিক্ষোভ। যোগ্যদের বাতিল করে দেখা যাচ্ছে অযোগ্যদের নাম উঠেছে আবাস যোজনার জন্য। আর তার জেরেই ক্ষোভ ছড়াচ্ছে গ্রামীণ এলাকায় একের পর এক এলাকায়। আর তার জেরেই এবার আবাস যোজনা নিয়ে কড়া মনোভাব নিল নবান্ন। বুধবার নবান্ন(Nabanna) থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের নামের অনুমোদন দিয়ে দিতে হবে জেলাগুলিকে। কিন্তু ঘটনা হচ্ছে হাতে আর মাত্র ২ দিন সময় রয়েছে। এখনও পর্যন্ত অর্ধেকের বেশি নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এবার জরুরি ভিত্তিতে দুই দিনের মধ্যেই সেই অনুমোদন দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা সঠিক ভাবে কার্যকর হবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। সেই সঙ্গে আশঙ্কা দানা বেঁধেছে দুই দিনের মধ্যে ছাড়পত্র দিতে গিয়ে যোগুদের নাম আরও বেশি করে বাদ পড়ে যাবে না তো!

আরও পড়ুন করোনা নিয়ে এখনই কঠোর বিধি নিষেধ নয়, জরুরি বৈঠকে সিদ্ধান্ত

বুধবার আবাস যোজনা নিয়ে রাজ্যের জেলাশাসকদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(Hari Krishna Diwadi)। সেই বৈঠকেই মুখ্যসচিব জানান, এখনও পর্যন্ত ১৬% বাড়ির অনুমোদন জেলা মারফত হয়েছে। বাকি ৮৪ শতাংশ অনুমোদনের কাজ আগামী দু’দিনের মধ্যেই শেষ করতে হবে বলে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷ কেন্দ্রের তরফে ১১ লক্ষ ২৪ হাজারেরও বেশি বাড়ি তৈরির অনুমোদন পেয়েছে রাজ্য। যার মধ্যে জেলাগুলির তরফে এখনও পর্যন্ত মাত্র ১ লক্ষ ৮১ হাজার বাড়ির অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে। কেন্দ্র আগেই জানিয়ে দিয়েছে চলতি মাসের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার(PAY) টাকা উপভোক্তাদের দেওয়া না হলে টাকা ফেরত নিয়ে নেওয়া হবে। এখন কারা সেই টাকা পাবেন সেটাই যেখানে ঠিক হয়নি সেখানে টাকা পাঠানো তো আরও সময়ের গল্প। তাই নবান্নের আধিকারিকেরা মনে করছেন এবার কেন্দ্রের পাঠানো আবাস যোজনার টাকা কেন্দ্র ফিরিয়েই নেবে। প্রায় ৫০ শতাংশ টাকা ফেরত নিয়ে নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আরও পড়ুন বিতর্কের মুখে রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্জের নিয়োগ বিজ্ঞপ্তি

নবান্ন সূত্রে খবর, একাধিক জেলায় আগের তালিকা থেকে প্রচুর নাম বাদ পড়েছে। ঝাড়গ্রাম(Jhargram), উত্তর দিনাজপুরের মতো জেলাগুলি থেকে ৪০ শতাংশেরও বেশি নাম বাদ গিয়েছে আগের তালিকা থেকে। মালদা(Malda) থেকেও ৩০ শতাংশের বেশি নাম বাদ গিয়েছে৷ ৩০ ডিসেম্বরের মধ্যে এই অনুমোদন দেওয়ার পাশাপাশি মার্চ মাসের মধ্যেই বাড়ি তৈরির কাজ শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে কীভাবে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে তা নিয়েও একটি গাইডলাইন নবান্নের তরফে জেলাগুলিকে দেওয়া হয়৷ এক্ষেত্রে প্রত্যেক মাসে বাড়ি তৈরির কাজের অগ্রগতি কতদূর হল তা নিয়ে জেলায় জেলায় পর্যালোচনা বৈঠক করতে হবে৷ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন্দ্র যদি টাকা ফেরত নিয়ে নেয় তাহলে যে সব উপভোক্তা টাকা পাবেন বাড়ি নির্মাণের জন্য তাঁদের বাড়ি নির্মাণের কাজ সময়মতো শেষ হবে তো!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনকে নালিশ সুকান্তের

ভোট মিটলেই বাংলায় ১৩৪টি সেতু নির্মাণের পরিকল্পনা রাজ্যের

সন্দেশখালি কাণ্ডের কিনারায় এখন শেখ শাহজাহানের ভাই আলমগীরই মূল ভরসা সিবিআইয়ের?

মালদায় নির্বাচনী প্রচারে খগেন মুর্মুকে গরু – ভেড়ার সঙ্গে তুলনা করলেন ফিরহাদ হাকিম

নাম বিভ্রাটের জেরে নিরাপরাধ গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে এনে বাড়ি পৌঁছে দিল পুলিশ

তীব্র তাপপ্রবাহের মধ্যে কোথাও পুলিশ লাগালো গাছ, কোথাও আবার ডিউটির ফাঁকে করলেন রক্তদান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর