এই মুহূর্তে




ওয়ালশ হাসপাতাল থেকে চুরি যাওয়া সদ্যোজাত উদ্ধার, গ্রেফতার মহিলা

নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর: কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যোজাতকে নিয়ে পালানোর পর নগার মোড় থেকে ধরা পড়লেন এক মহিলা।উদ্ধার শিশু।হুগলি জেলার শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়।কিছুক্ষণের মধ্যে উদ্ধার হয় ওই শিশু,গ্রেফতার এক মহিলা। জানা গিয়েছে, গত বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি প্রসব যন্ত্রনা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন।বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তার ছুটি হয় হাসপাতাল থেকে।বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক।

সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে।তাই শিশু কন্যাকে কোলে নিতে ইচ্ছে করছে তার। সরল বিশ্বাসে মা নিজের কন্যা সন্তানকে ওই মহিলার হাতে তুলে দেন।এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই মহিলা। শুরু হয় তুমুল হইচই হাসপাতাল চত্বরে।পুলিশ খবর পেয়ে তৎপর হয়।সিসিটিভিতে দেখা যায় মহিলা শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন।খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আই সি শ্রীরামপুর,এসিপি সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

নাকা তল্লাশি শুরু করে পুলিশ।শ্রীরামপুর নগার মোড়ে ওই মহিলাকে আটক করে পুলিশ।শিশু উদ্ধারে হাঁফ ছাড়ে পুলিশ ও পরিবার।তবে হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল এই ঘটনা। পুলিশ বোরখা পরা ওই মহিলাকে গ্রেফতার করেছে। এই শিশু চুরি চক্রে ওই মহিলার সঙ্গে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে। সদ্যোজাত শিশুকন্যাকে নিয়ে নিরাপদে বাড়ি ফিরে গিয়েছেন তার মা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দনগরে জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রা কবে, জানিয়ে দিল কেন্দ্রীয় পুজো কমিটি

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফল, জানিয়ে দিল সংসদ

অভিসারে গিয়ে বেধড়ক মারে চোখ নষ্টের আশঙ্কা প্রেমিকের, পাল্টা হামলা প্রেমিকার বাড়িতে, প্রবল উত্তেজনা শ্রীরামপুরে

বিজেপিকে ‘বাংলা বিরোধী জমিদার’ বলে তোপ শশী পাঁজার

মিনি নির্বাচন কমিশন! ভবঘুরের ব্যাগ থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য কল্যাণীতে

রেলে চাকরি পাইয়ে দেওয়ার ‘টোপ’, বড়সড় প্রতারণার চক্র ফাঁস হিন্দমোটরে, গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ